shono
Advertisement

কৃষকদের বয়কটের জেরে বহু পোর্ট আউটের অনুরোধ! চাপে এয়ারটেল, Vi-কে তোপ জিও’র

অপপ্রচারের অভিযোগে ওই দুই প্রতিপক্ষের বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়েছে আম্বানির সংস্থা।
Posted: 10:38 AM Dec 15, 2020Updated: 11:18 AM Dec 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেল (Bharti Airtel) ও ভোডাফোনের (Vodafone, Idea) সঙ্গে রিলায়েন্স জিও-র (Reliance Jio) টেলিকম যুদ্ধে এবার ঢুকে পড়ল কেন্দ্রের নতুন কৃষি আইন! সম্প্রতি ট্রাই’কে লেখা এক চিঠিতে মুকেশ আম্বানির সংস্থা অভিযোগ জানিয়েছে, তাদের দুই প্রধান প্রতিপক্ষ ভুয়ো প্রচার শুরু করেছে তাদের বিরুদ্ধে। তারা প্রচার চালাচ্ছে, নতুন কৃষি আইনের ফলে লাভবান হবে রিলায়েন্স। আর এর ফলে ইতিমধ্যেই বহু গ্রাহক নাকি জিও-র সংযোগ ছাড়ার অনুরোধ জানাতে শুরু করেছেন।

Advertisement

ঠিক কী অভিযোগ করেছে জিও? গত ১০ ডিসেম্বর লেখা ওই চিঠিতে তারা জানিয়েছে, ভোডাফোন আইডিয়া লিমিটেড ও ভারতী এয়ারটেলের মতো প্রতিদ্বন্দ্বীরা ক্রমাগত ভুয়ো প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে। যার প্রভাব পড়েছে সংস্থার গ্রাহকদের মধ্যে। বহু সংখ্যক পোর্ট আউট রিকোয়েস্ট (সংযোগ বাতিলের আবেদন) ইতিমধ্যেই পেয়েছে তারা। ক্ষুব্ধ গ্রাহকরা জানিয়েছেন, পরিষেবা নিয়ে কোনও অভিযোগ নেই তাঁদের। কৃষি আইন সংক্রান্ত ওই অভিযোগের জন্যই তাঁরা জিও ছাড়তে চান। এই পরিস্থিতিতে তাদের অনুরোধ, ট্রাই যেন অবিলম্বে ওই সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরেও এই অভিযোগ জানিয়েছিল জিও।

[আরও পড়ুন: এবার স্মার্টফোনের ক্যামেরাই বলে দেবে আপনি করোনা পজিটিভ কি না, তাও মাত্র ৩০ মিনিটে!]

মুকেশ আম্বানির সংস্থার এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তাদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। এয়ারটেল এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন ভিত্তিহীন অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করছে। এদিকে ভোডাফোন আইডিয়াও অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ দাবি করে সাফ জানিয়েছে, তারা নৈতিকভাবে বাণিজ্যে বিশ্বাস করে।

উল্লেখ্য, মঙ্গলবার ২০ দিনে পা দিয়েছে দিল্লিতে কৃষক বিক্ষোভ। কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ দিন ধরে প্রবল শীতকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হরিয়ানা, পাঞ্জাব-সহ দেশের বহু রাজ্যের কৃষক সংগঠনগুলি।

[আরও পড়ুন: বিশেষভাবে সক্ষমদের জন্য শরদ পওয়ারের নামে নয়া অ্যাপ আনল মহারাষ্ট্র সরকার]‌

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement