shono
Advertisement

৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio

কমে যাবে কল ড্রপও, আশ্বাস সংস্থার৷ The post ৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio appeared first on Sangbad Pratidin.
Posted: 03:05 PM Jan 19, 2017Updated: 09:38 AM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ মাসের সফল পরীক্ষামূলক পরিষেবা প্রদানের পর আগামী ৩১ মার্চ ফ্রি ফোর-জি ডেটার মেয়াদ ফুরোচ্ছে রিলায়েন্স জিও-র৷ এই পর্যন্ত তো সকলেরই জানা৷ কিন্তু এই ভেবে মন খারাপ বসে নেই থাকবেন না৷ কারণ, ৩১ মার্চের পর আরও তিন মাস আপনি ‘ফ্রি’ হাই স্পিড ফোর-জি ডেটা পাবেন জিও-র কাছ থেকে, দিতে হবে শুধু কিছুটা সার্ভিস ট্যাক্স৷

Advertisement

(ফ্রি ভয়েস কল, 4G ডেটার পর Jio আনছে এই জিনিসটি)

সূত্রের খবর, মুকেশ অম্বানির সংস্থা ৩০ জুন পর্যন্ত প্রায় বিনামূল্যেই ফোর-জি ডেটা দেবে গ্রাহকদের৷ তবে ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি-তে মিললেও, তারপর থেকে প্রতি মাসে সার্ভিস ট্যাক্স-সহ অন্যান্য ট্যাক্সের জন্য মাত্র ১০০ টাকা করে দিতে হতে পারে৷ এমনটাই দাবি সংস্থার ভিতরের একটি সূত্রের৷ যদিও ভয়েস কল সারাজীবনই ফ্রি থাকছে জিও-তে৷ নাম প্রকাশে অনিচ্ছুক জিও ইনফোকমের এক কর্তা জানিয়েছেন, হানিমুন পিরিয়ড শেষ৷ এবার লাভের মুখে দেখা শুরু করতে চায় জিও৷

(Jio-র ধাক্কায় বেসামাল, জলের দরে 4G ডেটা দিচ্ছে Vodafone)

জিও-র ফ্রি ভয়েস কল ও ফোর-জি ডেটা প্রায় ৭২ মিলিয়ন গ্রাহককে এই সংস্থার সঙ্গে জুড়ে দিয়েছে৷ গত বছরের সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল জিও-র বাণিজ্যিক পরিষেবা৷ জিও-র ধাক্কায় ভারতী এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া-র মতো সংস্থাকে বাধ্য হতে হয়েছে কল রেট ও ডেটা প্ল্যানের দাম কমাতে৷ সূত্রের খবর, বাজারে এই আধিপত্য ধরে রাখতে চায় মুকেশ অম্বানির সংস্থা৷ তাই প্রতিযোগী যে কোনও সংস্থার চেয়ে অনেকটাই কম দামে ফোর-জি ডেটা দিতে চায় সংস্থাটি৷

(এবার গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার আনছে Jio)

তবে জিও কর্তারা একটি কথা স্বীকার করে নিচ্ছেন, যে জিও-তে এখনও কল ড্রপ হচ্ছে৷ সেক্ষেত্রে, ৩১ মার্চের পর ফ্রি ডেটার মেয়াদ ফুরোলে প্রায় অর্ধেক গ্রাহকই জিও কানেকশন ছেড়ে দিতে পারেন৷ তার উপর জিও প্রায় কারও প্রাথমিক নম্বর নয়৷ অনেকেই দুটি নম্বর ব্যবহার করেন, যার মধ্যে সেকেন্ডারি নম্বরটি জিও-র৷ মার্চ মাসের পর ডেটার জন্য ১০০ টাকাও নিলে এক ধাক্কায় গ্রাহক সংখ্যা কমে যাবে কি না, দেখে নিতে চায় সংস্থাটি৷ তবে এই মুহূর্তে এয়ারটেল, ভোডাফোনও ডেটা প্যাকের দাম কমাতে শুরু করে দিয়েছে৷ সেক্ষেত্রে ৩১ মার্চের পর ডেটার জন্য কত টাকা নিলে প্রতিযোগিদের তুলনায় এগিয়ে থাকা যাবে, সে বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন জিও ইনফোকমের শীর্ষ কর্তারা৷

(লিমিট পেরিয়ে গেলেও কীভাবে হাই স্পিড ডেটা পাবেন Jio-তে?)

The post ৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement