shono
Advertisement

লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে মাঘী পূর্ণিমায় করুন এই কাজগুলি, জানুন পুজোর নিয়ম

এই তিথিতে ভুলেও এই সব কাজ করবেন না!
Posted: 07:05 PM Feb 23, 2024Updated: 07:41 PM Feb 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ক্যালেন্ডার মতে, মাঘ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল মাঘ পূর্ণিমা। চলতি ভাষায় এই মাসের শেষ দিনটি মাঘী পূর্ণিমা নামেই বেশি পরিচিত। এই তিথিতে লক্ষ্মী-নারায়ণের পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। চলুন জেনে নেওয়া যাক এবছর ইংরাজির কত তারিখে মাঘী পূর্ণিমা। ঈশ্বরের আশীর্বাদ পেতে এদিন কী কী করা উচিত? কোন কাজগুলি থেকে বিরত থাকা প্রয়োজন।

Advertisement

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার মাঘী পূর্ণিমা (Magha Purnima 2024)। আজ, শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হয়েছে বিকেল ৩.৩৩ মিনিটে। থাকবে আগামিকাল সন্ধ্যা ৫.৫৯ মিনিট পর্যন্ত। কথিত আছে, এই তিথিতে গঙ্গাস্নান করে পবিত্রতা রক্ষার্থে মর্ত্যে আগমন ঘটে দেবদেবীর। তাই এদিন গঙ্গাস্নান করলে এবং দান করলে ঈশ্বর প্রসন্ন হন। হিন্দুদের বিশ্বাস, সংসারে অশুভ প্রভাব রুখতে এদিন বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত।

[আরও পড়ুন: নাবালিকাদের দিয়ে হোটেলে দেহব্যবসা! হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা]

কী করবেন:

  • মাঘী পূর্ণিমায় উপবাস এবং ব্রত পালন করলে সন্তানদের শরীর-স্বাস্থ্য ভালো থাকে।
  • সকালে গঙ্গাস্নান করুন। দরিদ্রদের খাবার খাওয়ান। দুস্থদের দান করুন।
  • এদিন ভগবানের নাম জপ করারও বিশেষ উপকারিতা রয়েছে।
  • সমস্ত আচার-নিয়ম মেনে লক্ষ্মী-নারায়ণের পুজো করুন। এতে সংসারে সুখ-সম্বৃদ্ধি বৃদ্ধি পায়।

কী করবেন না: 

  • এই তিথিতে মাদক সেবন থেকে বিরত থাকুন। এতে ঈশ্বর রুষ্ঠ হতে পারেন।
  • এদিন তুলসী, আমলা, কলা ও পিপলের পাতা ছিঁড়বেন না। কথিত আছে, এই গাছগুলির মধ্যেই ভগবান বিষ্ণুর অধিবাস।
  • যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে, ততক্ষণ ভুল করেও চুল কিংবা নখ কাটবেন না। সংসারে নেমে আসতে পারে দারিদ্র।
  • কালো রংয়ের পোশাক না পরাই শ্রেয়। সাদা কিংবা উজ্জ্বল রংয়ের পোশাক পরিধান করাই ভালো।

* তথ্য সংগৃহীত।

[আরও পড়ুন: অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের জের, যাদবপুরে বন্ধ সেমিস্টারের পরীক্ষা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement