shono
Advertisement
Dev Deepavali

দেব দীপাবলির মাহাত্ম্য কী? সংসারে সুখসমৃদ্ধির জন্য মেনে চলুন এই ৪ নিয়ম

কী কী নিয়ম পালন করবেন এদিন জেনে নিন
Published By: Arani BhattacharyaPosted: 03:10 PM Nov 04, 2025Updated: 03:10 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার, ৫ নভেম্বর দেব দীপাবলি। যা পালিত হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে। কথিত আছে দেবলোকে এদিন নাকি সাড়ম্বরে সহস্র প্রদীপ জ্বালিয়ে এই দীপাবলীর উদযাপন হয়। সেই উদযাপন চলে মর্ত্যলোকেও। বেনারস থেকে হরিদ্বার, অযোধ্যা সর্বত্রই আলোর রোশনাইয়ের মেলা দেখার মতো। কিন্তু কী এই দেব দীপাবলি? কেনই বা দীপাবলির পনেরো দিন পর এই আলোর উৎসবের উদযাপন হয় জানেন?

Advertisement

কথিত আছে ত্রিপুরাসর এই তিথিতেই নাকি দেবলোক আক্রমণ করেছিল। ব্রহ্মার বরে ত্রিপুরাসর অমর হয়। এরপর তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে দেবতারা। দেবতাদের উদ্ধারের জন্য প্রবল শক্তিশালী রাক্ষসকে বধ করেন মহাদেব। শুধু তাই নয় কথিত আছে ত্রিপুরাসুরের তিন ছেলে তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালিকেও মাত্র একটি তীরে বধ করেন দেবাদিদেব। ত্রিপুরাসুন্দরকে বধ করে ত্রিপুরারি নামও মহাদেবের। ত্রিপুরাসুরকে বধ করার পর তার হাত থেকে নিস্তার পায় দেবতারা। ধারণা করা হয় এরপরই নাকি দেবলোকে পালিত হয় সহস্র প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি। বুধবার, ৫ নভেম্বর সেই দিন। দেবলোকে পালিত হবে দেব দীপাবলি। যা মর্ত্যলোকেও সমানভাবে পালিত হয়।

কী কী নিয়ম পালন করবেন এদিন জেনে নিন

এই দিনে গঙ্গাস্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও গঙ্গায় বা নদীতে প্রদীপ ভাসানোর প্রথা প্রচলিত রয়েছে। এই প্রদীপ দান করলে দশটি যজ্ঞের সমান ফল লাভ হয়। তাই আপনি দেব দীপাবলীর এই দিনে প্রদীপ ভাসাতে পারেন।

দেব দীপাবলির এই দিনে বাড়ির তুলসী গাছ পুজো করুন। এইদিনে তুলসী পুজো করা অত্যন্ত শুভ। ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির উপর এগারোটি তুলসী পাতা নিবেদন করুন। এই নিয়ম পালন করলে গৃহের ধন-সম্পদ ফুলে ফেঁপে উঠবে।

দীপাবলির মতো এই দিনও বাড়িঘর পরিষ্কার করে রাখুন। ঠাকুরের আসনে ও বাড়ির বিভিন্ন কোণায় প্রদীপ জ্বালান।

এদিন মূলত ভগবান শিব, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এই পুজো করার সঙ্গে আপনি এদিন বিষ্ণুনাম জপ করলে জীবনের নানা বাধা কেটে যায়, জীবনে সুখশান্তি আসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই দিনে গঙ্গাস্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
  • এছাড়াও গঙ্গায় বা নদীতে প্রদীপ ভাসানোর প্রথা প্রচলিত রয়েছে। এই প্রদীপ দান করলে দশটি যজ্ঞের সমান ফল লাভ হয়।
  • দীপাবলির মতো এই দিনও বাড়িঘর পরিষ্কার করে রাখুন। ঠাকুরের আসনে ও বাড়ির বিভিন্ন কোণায় প্রদীপ জ্বালান।
Advertisement