shono
Advertisement
Black Magic

বারবার ফিরছে জ্বর, জাঁকিয়ে বসছে আত্মহত্যার ভাবনা! কালাজাদুর প্রভাব কিনা বুঝবেন কীভাবে?

এই ধরনের অনুভূতি হয়েছে কখনও?
Published By: Tiyasha SarkarPosted: 07:54 PM Nov 30, 2025Updated: 07:54 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই এমন অনেক ঘটনার সাক্ষী হতে হয়, বিজ্ঞানে যার কোনও ব্যাখ্যা হয় না। অনেক সময় দেখা যায়, ডাক্তারি পরীক্ষায় কোনও রোগ ধরা পড়ে না, কিন্তু জ্বর-সহ বেশ কিছু সমস্যা লেগেই থাকে। যার কারণ কেউ বলতে পারেন না। অনেকের দাবি এর নেপথ্যে নাকি ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদু। সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক কালাজাদুর প্রভাব বোঝার উপায়।

Advertisement

১. অনেক সময় দেখা যায়, হাজারো ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরও জ্বর ফিরে ফিরে আসে। মাথাযন্ত্রণা, মাথা ঘোরা, ব্যথার সমস্যা লেগেই থাকে। কিন্তু ডাক্তারি পরীক্ষায় কোনও রোগই ধরা পড়ে না। যদি আপনার সঙ্গেও এমনটা হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান।

২. চাকরি বা ব্যবসা ভালোই চলছিল। হঠাৎ দেখলেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সবটা। ব্যবসায় চরম ক্ষতি, চাকরিতেও জটিলতা দেখা দিলে বুঝবেন কিছু একটা সমস্যা হয়েছে।

৩. স্বাভাবিকছন্দেই চলছিল জীবন। আচমকা গ্রাস করেছে অবসাদ? আত্মহত্যার প্রবণতা তৈরি হয়েছে? লক্ষণ কিন্তু মোটেই ভালো নয়।

৪. নিয়মিত ভুলভাল স্বপ্ন দেখেন? আচমকা ভয় পেয়ে জেগে ওঠেন? নেপথ্যে অশুভ শক্তির হাত থাকার সম্ভাবনা প্রবল।

৫. অনেকক্ষেত্রেই দেখা যায়, ধূপ না জ্বললেও অদ্ভুত গন্ধ পান। মনে হয় কেউ যেন ডাকছে। আবার আচমকা ঘরে হয়তো খুঁজে পেলেন তাবিজ, বা লালকাপড়ে মোড়া কিছু। এটা কিন্তু একেবারেই শুভ ইঙ্গিত নয়।

উপরিউক্ত বিষয়গুলো অনুভব করে অনেকেই পুজো-অর্চনা করেন। তাতে যদি সমস্যার সমাধান হয় বুঝবেন নেপথ্যে অশুভ শক্তির প্রভাব।

(প্রতিবেদনের তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • . অনেক সময় দেখা যায়, হাজারো ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরও জ্বর ফিরে ফিরে আসে। মাথাযন্ত্রণা, মাথা ঘোরা, ব্যথার সমস্যা লেগেই থাকে। কিন্তু ডাক্তারি পরীক্ষায় কোনও রোগই ধরা পড়ে না। যদি আপনার সঙ্গেও এমনটা হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান।
  • ধূপ না জ্বললেও অদ্ভুত গন্ধ পান? মনে হয় কেউ যেন ডাকছে? আবার আচমকা ঘরে হয়তো খুঁজে পেলেন তাবিজ, বা লালকাপড়ে মোড়া কিছু। এটা কিন্তু একেবারেই শুভ ইঙ্গিত নয়।
Advertisement