সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাস। মহাদেবের মাস। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে শিবের আরাধনা করলে পূর্ণ হয় সমস্ত ইচ্ছা। আবার এই মাসকে কেন্দ্র করেই রয়েছে একাধিক শুভ যোগও। শিবের (Lord Shiva) আরাধনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ নাকি এই মাসই (Sawan)।
কিন্তু ঠিক কখন কী করলে মিলবে অগাধ পুণ্যলাভ? একাধিক প্রশ্ন-চর্চার মধ্যেই উঠে আসে শ্রাবণ মাসের (Shraban) তৃতীয় সোমবারের কথা। এদিন দেবাদিদেবের সঠিক নিয়মে পুজো, অসাধ্য সাধন করতে পারে মুহূর্তেই।
কেন অগাধ পুণ্যলাভ?
বাংলার পঞ্জিকা অনুযায়ী, ২১ শ্রাবণ অর্থাৎ ৭ আগস্ট পালিত হবে শ্রাবণের তৃতীয় সোমবারের উপবাস। এদিন ভগবান শিবের জলাভিষেক করলে জীবনে থাকা নানা ধরনের সমস্যা দূর হয়। আবার এই বিশেষ দিনে মহাদেবের সাধনায় ব্রতী হলে মেলে সুখ ও সমৃদ্ধি। এমনকী এই দিন শিবের পুজো করলে মনের সব ইচ্ছাও পূরণ হয় ভক্তদের। বেলপাতা, ধুতুরা নিবেদন তো বটেই গঙ্গাজল, ঘি, দুধ, মধু দিয়ে শিবের জলাভিষেকে মেলে সর্বশান্তি।
[আরও পড়ুন: বন্ধু চল…! বিচ্ছেদ, অবসাদ, আত্মহত্যা রোধে মোক্ষম অস্ত্র বন্ধুত্ব? বিশ্লেষণে বিশেষজ্ঞরা]
রোগ সারাতেও মোক্ষম এই সোমবার
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বলা হয়, এই বিশেষ সোমবার মহাদেবের শরণাপন্ন হলে সারে সমস্ত রোগ। সংসারে থাকা বিভিন্ন ধরনের ঝামেলা থেকেও মেলে মুক্তি।
কোন যোগে হবে সমস্যার সমাধান?
শ্রাবণের এই সোমবার উপবাস রাখলে হয় পুণ্যলাভ। কেন? এর কারণ হিসেবে বলা হচ্ছে একাধিক যোগের কথা। পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মলমাসের তৃতীয় সোমবার সপ্তমী তিথি পড়েছে। আবার এই একই দিনে গঠিত হচ্ছে অশ্বিনী নক্ষত্রও। শুধুমাত্র এই যোগই নয়, এইদিনেই তৈরি হবে রবি যোগ। যা শিবপুজোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন পুরাণবিদদের একাংশ।