সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগেই পাকিস্তান থেকে রেমো ডিসুজার (Remo D'Souza) খুনের হুমকি পাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মহাকুম্ভে (Maha Kumbh 2025) হাজির রেমো। কালো চাদরে মুখ ঢেকে প্রয়াগরাজে গেলেন বলিউডের জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার তথা পরিচালক। রেমো আদতে খ্রিস্টান হলেও ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়ে যেভাবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন, তাতে আপ্লুত নেটপাড়ার একাংশ। তাঁদের কথায়, "ধর্ম যার যার, আস্থার ডুব সবার।"

শনিবারই প্রয়াগরাজে পৌঁছন রেমো ডিসুজা। চাদরে ঢাকা মুখ। সর্বাঙ্গ মোড়া কালো পোশাকে। দেখে চেনাই দায় তাঁকে! সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ফেরি ধরে চলে যান গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে। সেখানে পূণ্যস্নান সেরে ফেরার পথে ফেরিঘাটে ধ্যান করলেন। এরপর স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের কাছ থেকে আশীর্বাদও নেন। মহারাজ তাঁকে গেরুয়া উত্তরীয় এবং রুদ্রাক্ষের মালা পরিয়ে আশীর্বাদ করলেন। সেই ছবিও শেয়ার করেছেন রেমো। স্বামীজির কাছে আশীর্বাদ নেওয়ার সময়ে দেখা গেল তাঁর স্ত্রীকেও। বলিউডের ডান্স কোরিওগ্রাফার তথা পরিচালকের সেই ছবি-ভিডিও বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে। অনেকে রেমোর এহেন ধর্মাচরণে প্রশংসায় পঞ্চমুখ।