shono
Advertisement

টাকা ছাড়াই ব্লু টিক ফিরতে পারে টুইটার অ্যাকাউন্টে! জানেন কীভাবে?

ব্যাপারটা কী?
Posted: 03:26 PM Apr 23, 2023Updated: 03:28 PM Apr 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফেল কড়ি মাখ তেল’, নীতিতে বিশ্বাসী টুইটারের সিইও এলন মাস্ক। তাই ব্লু টিক পেতে মাসে মাসে মোটা টাকা গোনার শর্ত রেখেছেন তিনি। অনাদায়ে টুইটার (Twitter) অ্য়াকাউন্ট থেকে হাপিস হয়েছে ব্লু টিক। কিন্তু আচমকাই আবার বেশ কিছু অ্যাকাউন্টে ব্লু টিক (Blue Tick) ফিরতে শুরু করেছে। তাও আবার না কি টাকা ছাড়াই! ব্যাপারটা কী?

Advertisement

গত শুক্রবার থেকে ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টও ব্লু টিক হারিয়েছিল। এর মধ্যে যেমন রয়েছে একাধিক সেলিব্রেটি তেমনই রয়েছে একাধিক সংস্থার অ্যাকাউন্টও। মাসে মাসে টাকা না দিলে টুইটার সংস্থা আর ব্লু টিক দেবে না বলে জানিয়ে দেওয়া হয়। এর মধ্যেই দেখা যায় একাধিক তারকা, রাজনীতিবিদের অ্যাকাউন্টে ফের ব্লু টিক ফিরেছে। এই তালিকায় যেমন রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো রূপালি পর্দার তারকারা। তেমনই রয়েছেন বিরাট কোহলির মতো ক্রিকেটারও। একাধিক রাজনীতিবিদও রয়েছে এই তালিকায়। কিন্তু কীভাবে ফিরল ব্লু টিক? তবে কি তাঁরা টাকা দিতে শুরু করেছেন?

[আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা, কমল তাপমাত্রা, সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান!]

টুইটারের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য কাহিনী। যেমন টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষের বেশি তাদের ব্লু টিক ফেরাচ্ছে সংস্থা। যদিও এ প্রসঙ্গে এলন মাস্কের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সূত্রের খবর, টুইটারের জনপ্রিয়তা ধরে রাখতেই নীতিতে সামান্য বদল আনছেন ধনকুবের এলন মাস্ক।

[আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা, কমল তাপমাত্রা, সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement