shono
Advertisement
Cristiano Ronaldo

আল নাসেরের সঙ্গে নতুন চুক্তি! আর কত দিন সৌদিতে খেলবেন রোনাল্ডো?

চলতি বছরেই সৌদি আরবের ক্লাবের সঙ্গে রোনাল্ডোর চুক্তি শেষ হচ্ছে।
Published By: Arpan DasPosted: 04:13 PM Feb 11, 2025Updated: 04:13 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু দিন আগেই ৪০ বছরে পা দিয়েছেন রোনাল্ডো। এখনও তিনি গোল করে আল নাসেরকে জেতাচ্ছেন। চলতি বছরেই সৌদি আরবের ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। তারপরও কি আল নাসেরে থাকবেন পর্তুগিজ কিংবদন্তি? সূত্রের খবর, আরও একটি বছর সৌদির ক্লাবে খেলবেন রোনাল্ডো।

Advertisement

২০২২-র ডিসেম্বরের শেষ লগ্নে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন রোনাল্ডো। পরে আরও অনেক তারকা ইউরোপ ছেড়ে সৌদির পথ ধরেন। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের মতো আল নাসেরেও গোলের ধারা বজায় রেখেছেন রোনাল্ডো। ৯০ ম্যাচে ৮২টা গোল হয়ে গিয়েছে তাঁর। রয়েছে ১৯টি অ্যাসিস্ট। তবে এখনও সৌদি প্রো লিগ বা কিংস কাপ জেতা হয়নি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ীর।

ফলে রোনাল্ডো আদৌ আল নাসেরে থাকবেন কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। এর মধ্যে চলতি বছরের জুন মাসে চুক্তি শেষ হচ্ছে। যদিও সূত্রের খবর, নতুন চুক্তি সই করতে চলেছেন রোনাল্ডো। আরও একটি বছর সৌদিতেই থাকবেন তিনি। তবে আনুষ্ঠানিক ঘোষণা হওয়া এখনও বাকি। ক্লাবের এক কর্তা আশ্বস্ত করে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে নতুন চুক্তির কথা জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে ৯২৩টি গোল হয়ে গিয়েছে রোনাল্ডোর। ১০০০ গোলের লক্ষ্যের দিকে এগোচ্ছেন তিনি। সেটা কি আল নাসেরে থাকাকালীনই হয়ে যাবে? উল্লেখ্য, কিছু দিন আগে নেইমার সৌদির ক্লাব আল হিলাল ছেড়ে ব্রাজিলের ক্লাব স্যান্টোসে সই করেন। রোনাল্ডো অবশ্য সৌদিতেই থাকছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছু দিন আগেই ৪০ বছরে পা দিয়েছেন রোনাল্ডো। এখনও তিনি গোল করে আল নাসেরকে জেতাচ্ছেন।
  • চলতি বছরেই তাঁর সৌদি আরবের ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে।
  • তারপরও কি আল নাসেরে থাকবেন পর্তুগিজ কিংবদন্তি? সূত্রের খবর, আরও একটি বছর সৌদির ক্লাবে খেলবেন রোনাল্ডো।
Advertisement