shono
Advertisement

মানুষ বন্ধুর টানে ৮,০০০ কিমি সমুদ্রপথ পাড়ি দেয় এই পেঙ্গুইন

পাঁচ বছর আগে প্রাণ বাঁচানো মানুষটিকে আজও ভোলেনি সে৷ The post মানুষ বন্ধুর টানে ৮,০০০ কিমি সমুদ্রপথ পাড়ি দেয় এই পেঙ্গুইন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:05 PM Aug 08, 2016Updated: 03:56 PM Sep 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার জন্য কোনও ভাষার প্রয়োজন হয় না৷ প্রয়োজন হয় না কোনও দেখনদারির৷ মন নিজে থেকেই চিনে নেয় ভালবাসার মানুষটিকে৷ তা সে মানুষই হোক, বা অবোধ পশু৷ ভালবাসার টানে পেরিয়ে আসতে পারে আসমুদ্র হিমাচল৷ ঠিক এই রকমই কাহিনী ব্রাজিলের জোয়াও পেরেরা ডি’স্যুজা ও তাঁর প্রিয় পেঙ্গুইন ডিনডিমের৷

Advertisement

৭১ বছরের পেরেরা পেশা ছিল রাজমিস্ত্রির কাজ, আর নেশায় ছিল ব্রাজিলের সৈকতে মাছ ধরা৷ পাঁচ বছর আগে সমুদ্রে যাওয়ার সময় হঠাৎ তীরে একটি পেঙ্গুইনকে পড়ে থাকতে দেখেন৷ প্রায় মরতে বসেছিল অবোধ পশুটি৷ জোয়াও তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন৷ বেশ কয়েকদিন ধরে সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তোলেন৷ নাম দেন ডিনডিম৷

ডিনডিম সুস্থ হয়ে যাওয়ার পর সমুদ্রে তাঁকে ছেড়ে দিতে যান জোয়াও৷ কিন্তু, ততদিনে নিবিড় বন্ধুত্ব হয়ে গিয়েছে দু’জনের৷ প্রথমে বন্ধুকে ছেড়ে যেতেই চায়নি সে৷ কিন্তু পরে প্রকৃতির টানে তাকে পাড়ি দিতে হয় সমুদ্রমাঝে৷ জোয়াও ভেবেছিলেন, আর দেখা হবে না ডিনডিমের সঙ্গে৷

কিন্তু, সবাইকে অবাক করে নিজের জীবনদাতার কাছে ফিরে আসে ডিনডিম৷ একবার নয় বারবার ফিরে আসে সে আট হাজার কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে৷ শুধুমাত্র নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে৷ ব্রাজিলের সৈকতে পেঙ্গুইন আসা কোনও নতুন ঘটনা নয়৷ কিন্তু, বছরে প্রায় আট মাসই জোয়াও-এর কাছেই ডিনডিম৷ শুধু তাই নয়, অন্য কোনও পশুপাখিকে জোয়াওয়ের কাছেও ঘেঁষতে দেয় না সে৷ ভালবাসার টান বোধহয় একেই বলে!

The post মানুষ বন্ধুর টানে ৮,০০০ কিমি সমুদ্রপথ পাড়ি দেয় এই পেঙ্গুইন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement