নিরুফা খাতুন: ২ হাজার টাকার নোট বদলের লাইনে রক্তারক্তি। সাধারণ বচসায় পরে রাজনৈতিক রঙ লাগে। তৃণমূল- কংগ্রেসের সংঘর্ষের জেরে মাথা ফেটেছে অন্তত ৮ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় অফিস পাড়া বিবাদী বাগের রিজার্ভ ব্যাঙ্কের সামনের চত্বর। অশান্তির জেরে রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। পরে অবশ্য পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা।
কেন্দ্রের নির্দেশে বাতিল হয়েছে ২ হাজার টাকার নোট। কিন্তু এখনও অনেকের কাছে সেই নোট রয়ে গিয়েছে। নিয়মমাফিক রিজার্ভ ব্যাঙ্কে সেই ২ হাজার টাকার নোট বদল করতে আসেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বিভিন্ন জেলা থেকে বহু মহিলা বিবাদি বাগে রিজার্ভ ব্যাঙ্কে আসেন ২ হাজার টাকার নোট বদল করতে। রাতে সেখানে থাকেন তাঁরা। ওই এলাকার ফুটপাথবাসীরা অনেক সময় তাঁদের হয়ে রাতভর লাইনে দাঁড়ান। বদলে কিছু টাকা নেন। এতোদিন এই অলিখিত ‘নিয়ম’ই চলছিল। অভিযোগ, মাঝে সক্রিয় হয় আরেকটি দালাল চক্র। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই দালাল চক্র চালায়। এই টাকা তোলা নিয়ে অশান্তি বাঁধে এদিন সকালে।
[আরও পড়ুন: ‘হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশই’, দাবি অভিষেকের]
নোট বদবল করতে আসা মহিলারা রুখে দাঁড়ান তাঁরা। কথা কাটাকাটি থেকে হাতাহাতির চেহারা নেয়। ৮ জনের মাথা ফাটে। নোট বদলের লাইন থেকে তোলা আদায়ের অভিযোগ করছেন মহিলারা। বিষয়টিতে জড়িয়ে পড়েল তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যান কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক ও তাঁর অনুগামীরা। হাজির হন তৃণমূল নেতা রাজেশ সিং ও তাঁর অনুগামীরা। রাস্তা অবরোধ করেন কংগ্রেস নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।