shono
Advertisement

‘বাংলায় এবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই’, তৃণমূলকে আক্রমণ শমীকের

‘লড়াইটা মানুষের, আমি প্রতিনিধি মাত্র’, দাবি দমদমের বিজেপি প্রার্থীর৷ The post ‘বাংলায় এবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই’, তৃণমূলকে আক্রমণ শমীকের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM May 14, 2019Updated: 06:04 PM May 14, 2019

তনুজিৎ দাস: ‘বাংলায় এটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন৷’ রাজ্যের বর্তমান পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে এভাবে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য৷ আত্মবিশ্বাসের সুরে জানালেন, সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে, মানুষ তৃণমূল সরকারকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন৷

Advertisement

[ আরও পড়ুন: লেনিন সরণি থেকে সরল ফ্লেক্স, অমিত শাহের রোড-শো শুরুর আগেই উত্তেজনা ]

যখন সমগ্র দেশে রাজনৈতিক সৌজন্য ভূ-লুণ্ঠিত, তখন বারবারই তাঁর প্রতিপক্ষকে সম্মান জানিয়েছেন শমীক ভট্টাচার্য৷ বলেছেন, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সম্পর্কে সৌগত রায়কে তিনি বিশ্রামে পাঠাতে চান৷ এবং এটাকে তাঁর স্বভাব বলেই দাবি করেন বিজেপি প্রার্থী৷ মানুষের উপর ভরসা রেখে তাঁর বক্তব্য, ‘‘এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ লড়াই করছে, আমি তাঁদের প্রতিনিধি৷ আমি নিমিত্ত মাত্র, ভোট দেবে মানুষ৷ এই লড়াই সাধারণ মানুষের লড়াই৷ যাঁরা তৃণমূলের অত্যাচারে অতিষ্ট৷ এই লড়াই সেই সমস্ত তৃণমূল কর্মীদের, যাঁরা একটা সময় দলের হয়ে লড়াই করেছেন৷ এই লড়াই সেই সমস্ত বাম কর্মীদের লড়াই, যাঁরা এখন নিপিড়িত৷’’ এখানেই শেষ নয়, গত পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে যে সন্ত্রাস হয়েছে এবং এবারের নির্বাচনে বিগত দফাগুলিতে যে ঝামেলার ছবি উঠে এসেছে, তারও সমালোচনা করেছেন দমদমের বিজেপি কর্মী৷

[ আরও পড়ুন: চাইতে হবে ক্ষমা, শর্তসাপেক্ষে জামিন মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্টে ধৃত বিজেপি নেত্রীর ]

‘জয় শ্রীরাম’ বলা নিয়ে সম্প্রতি এরাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছে এদিন সেই বিষয়েও মুখ খোলেন তিনি৷ প্রশ্ন করেন, ‘‘রামের নামে এত ভয় কীসের? ভারতের মানুষ তো নিজেকে রামের দেশের মানুষ মনে করেন৷’’ বিজেপিকে যে ‘সাম্প্রদায়িক দল’-এর তকমা দেওয়া হয় সে বিষয়টিও মানতে চাননি বিজেপি নেতা৷ দাবি করেন, তাঁদের দল দেশের সমস্ত মানুষকে নিয়ে কাজ করে৷ সবার উন্নতি সাধন করে৷ বিরোধীদের দাবি উড়িয়ে বেকারত্বকে দেশের যেকোনও সরকারের কাছে চ্যালেঞ্জ বলেও বর্ণনা করেন শমীক ভট্টাচার্য৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘এটা চেয়ার বনাম চাটাইয়ের লড়াই৷ আমদের ভোট দিলে আমরা মানুষকে সরাসরি দিল্লি নিয়ে যাব৷ রাজধানী বা দূরন্ত করে৷ অন্যদের দিলে তিন দিন সময় লাগবে৷’

The post ‘বাংলায় এবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই’, তৃণমূলকে আক্রমণ শমীকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement