সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয় বৃদ্ধির দিশা নেই অথচ লাফিয়ে বাড়ছে ব্যয়। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য়ের দাম। সামাল দিতে নাভিশ্বাস আমজনতার। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়াল সরকারি তথ্য। যেখানে দেখা যাচ্ছে, ফের ঊর্ধ্বমুখী মাসিক খুচরো মুদ্রাস্ফীতির হার (Retail Inflation)।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তরফে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের নিচে রাখার লক্ষ্য় নেওয়া হয়েছে। সেখানে সরকারি তথ্য বলছে, জানুয়ারি মাসের খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশ। যা নিসন্দেহে চিন্তা বাড়াবে সরকারের। ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল অনেকটাই কম-৫.৭২ শতাংশ। তথ্য বলছে, জানুয়ারির মুদ্রাস্ফীতির হার গত তিন মাসের মধ্য়ে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই হার ছিল ৬.৭৭ শতাংশ।
[আরও পড়ুন: নিজের দেশ দেউলিয়া, কম্পন বিধ্বস্ত তুরস্ককে অর্থদান পাক নাগরিকের! প্রশংসা শরিফের]
সরকারি তথ্য় অনুযায়ী, গ্রামাঞ্চলে খুচরো মুদ্রাস্ফীতির হার শহরাঞ্চলের চেয়ে বেশি। শহর এলাকায় মুদ্রাস্ফীতি যেখানে ৬ শতাংশ সেখানে গ্রামে মুদ্রাস্ফীতি হয়েছে ৬.৮৫ শতাংশ। ওয়াকিবহাল মহল মনে করছে, খাদ্যশস্য, ডিম, মশলার দামবৃদ্ধির জেরে জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে অনেকটাই।
সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে রেপো রেট বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট। পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে। তারপর গত কয়েকবার লাগাতার রেপো রেট বাড়িয়েছে আরবিআই। এর ফলে সামগ্রিক ভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছে। এর মধ্যে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি যে চিন্তা আরও বাড়াবে তা বলাই যায়।