shono
Advertisement
RG Kar Incident

RG Kar: 'ফাঁসিতে ঝোলানো হোক', এবার সুর চড়া বলিউডের, প্রতিবাদ সোনাক্ষী-পরিণীতি, আয়ুষ্মানদের

RG Kar কাণ্ডের দোষীর কড়া শাস্তির দাবিতে বলিউড।
Published By: Sandipta BhanjaPosted: 07:36 PM Aug 14, 2024Updated: 08:39 AM Aug 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার সরকারি কলেজের ঘটনা নাড়িয়ে দিয়েছে মুম্বইকেও। আর জি কর ইস্যু (RG Kar Incident) এখন আর বাংলার একার নয়! প্রতিবাদ, নিন্দায় সরব দেশের অন্যান্য রাজ্যগুলোও। বাংলার আন্দোলন পৌঁছে গিয়েছে মুম্বইতেও। আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডক্তার ধর্ষণ-খুনের ঘটনা আমজনতা থেকে সেলেব, সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। এবার আর জি কর কাণ্ডে সুর চড়াল বলিউড। বাংলা সিনেইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গে প্রতিবাদে শামিল ওঁরাও।

Advertisement

কঙ্গনা রানাউত, স্বরা ভাস্কররা যেমন আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানালেন, তেমন অপরাধীর কড়া শাস্তির দাবিতে সরব সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া, আয়ুষ্মান খুরানারা। আর জি করের ঘটনা শেয়ার করে অভিনেত্রী পরিণীতির মন্তব্য, "আপনার যদি এটা পড়তে গিয়ে বুক কাঁপে, তাহলে একবার কল্পনা করুন, ওই মেয়েটি কী ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। নিন্দনীয়। ভয়ানক।" এরপরই অভিযুক্ত সঞ্জয় রায়ের নামোল্লেখ না করে আপ সাংসদ রাঘব চাড্ডাপত্নী বলেন, "ওই দোষীকে ফাঁসিতে ঝোলানো হোক।"

ধর্ষণ নিয়ে বিস্ফোরক পোস্টে প্রতিবাদ আয়ুষ্মান খুরানার পোস্টে। এই ঘৃণ্য কর্ম কীভাবে মানবতার অন্তরায় হয়ে ওঠে? পোস্টে সেকথাই লেখা। অভিনেতা বিজয় ভার্মার কথায়, "অন্তত যাঁরা আমাদের সুরক্ষা দেন, তাঁদের সুরক্ষিত রাখুন।" আরেকটি পোস্টে তাঁর সংযোজন, "এইসময়ে ডাক্তাররা কী বলছেন? তাঁর থেকেও ধর্ষণ, খুন, নির্যাতন- এই শব্দগুলো বেশি মারাত্মক।" কবিতার বলেছেন তারকা। 

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: সিবিআই তদন্তে আস্থা কঙ্গনার, ‘এই ভারত মহিলাদের জন্য নয়’, গর্জন স্বরার]

এক মহিলা সাংবাদিকের ভিডিও শেয়ার করে সোনাক্ষীর আর্জি, আওয়াজ তুলুন। তার পরের পোস্টেই নবপরিণীতা অভিনেত্রীর সংযোজন, "আর জি কর মেডিকেল কলেজের এই ঘটনাটি এখন আর শুধু ডাক্তারদের সমস্যা নয়। একবার ভাবুন, একটা মহিলা যদি নিজের কর্মক্ষেত্রে নিরাপদ না থাকেন, তাহলে এর শেষ কোথায়? এটা দিল্লির নির্ভয়া কাণ্ডের থেকে কিছু কম নয়। তখনও কিছু নেতারা বলেছিলেন, মেয়েদের রাতে বেরনো উচিত নয়। কিন্তু সেই মেয়েটির যদি নাইট ডিউটি থাকে, তাহলে? সে কি সেখানেও নিরাপদ? এই ঘটনা যে কোনও কোনওসময়ে যে কারও ক্ষেত্রে যে কোনও জায়গায় ঘটতে পারে। যতটা পারুন, বিষয়টিকে আরও বড় করুন। এহেন মানসিক বিকারগ্রস্ত অপরাধীকে কঠোরতম শাস্তি দিয়ে প্রকৃত উদাহরণ তৈরি করুন।" এই একই পোস্ট শেয়ার করে প্রতিবাদে শামিল হয়েছেন মালাইকা অরোরা, কৃতী খারবান্দা, অনুষা দান্দেকররা।

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের কালো অধ্যায়’, ‘এমার্জেন্সি’র ট্রেলারে ঝাঁজাল ইন্দিরারূপী কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার সরকারি কলেজের ঘটনা নাড়িয়ে দিয়েছে মুম্বইকেও।
  • আর জি কর কাণ্ডে সুর চড়াল বলিউড। বাংলা সিনেইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গে প্রতিবাদে শামিল ওঁরাও।
  • প্রতিবাদ সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া, আয়ুষ্মান খুরানা, বিজয় ভার্মা, মালাইকাদের।
Advertisement