shono
Advertisement
RG Kar Protest

'কীসের জন্য এই রাত দখল ভুলে যাচ্ছি না তো?' ঋতুপর্ণার হেনস্তার ঘটনায় প্রশ্ন তুলল টলিউড

গোটা শহরের দিকে এমনই প্রশ্ন ছুড়ে দিল টলিপাড়া।
Published By: Akash MisraPosted: 09:20 AM Sep 05, 2024Updated: 01:32 PM Sep 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর সুরক্ষা, নারীর সম্মান তথা নারীর অধিকার রক্ষার লড়াইয়ে আরেক নারীর উপর হেনস্তা! এটাই কী রাত দখল? বুধবার শ্যামবাজারে যখন রাত দখলের লড়াইয়ে আন্দোলনকারীদের হাতে হেনস্তার শিকার হলেন ঋতুপর্ণা, তখন কী একটিবারও কলকাতাবাসীদের মনে এই প্রশ্ন জাগল না? গোটা শহরের দিকে এমনই প্রশ্ন ছুড়ে দিল টলিপাড়া। যে প্রতিবাদে অংশ নিয়েছে আট থেকে আশি, সেই প্রতিবাদে (RG Kar Protest) শামিল হতে গিয়ে এই বাংলারই মেয়ে, এই বাংলারই নায়িকা ঋতুপর্ণা হেনস্তার শিকার! শুধু তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগানই নয়, রীতিমতো অসম্মানিত করা হল তাঁকে। অভিনেত্রীর গাড়ির উপরও চড়াও হল বেশ কিছু আন্দোলনকারী। একদিকে যখন তিলোত্তমার প্রতিবাদে গোটা শহরে অকাল দীপাবলি। তখন শ্যামবাজারে আরেক নারীর অসম্মান! আমরা কি প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি? হ্য়াঁ, এমনই প্রশ্ন তুলছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা জীতু কমল, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তীরা। সোশাল মিডিয়ায় গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন টলিপাড়ার একাংশ।

Advertisement

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখলেন, ''ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না।''

রূপা গঙ্গোপাধ্যায় লিখলেন, ''ঋতুপর্ণাকে বিনা কারণে এই অপমান করা আমি সমর্থন করি না। করব না। এই নাকি নারী সম্মান। নারী সুরক্ষার লড়াই?'' দেবলীনা দত্ত লিখলেন, ছেলেমেয়ে নির্বিশেষে সবাই শারীরিক আক্রমণ করলেন ঋতুদিকে। দেবলীনা সঙ্গে আরও লিখলেন, ''যাঁরা ঋতুপর্ণাকে বাঁচাতে গিয়েছিল, তাঁদের মধ্যে একজনের সিটি স্ক্য়ান হবে। আর আরেকজন গুরুতর আহত! আমি প্রত্যক্ষদর্শী।''

[আরও পড়ুন: আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভের মুখে ঋতুপর্ণা, শ্যামবাজারে তুমুল উত্তেজনা]

জীতু কমল লিখলেন, ''এটা ঠিক হচ্ছে না। দয়া করে এগুলো করে অতি-উৎসাহ দেখাবেন না।''

সুদীপ্তা চক্রবর্তী সোশাল মিডিয়ায় লেখেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তা-ও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা কী ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে আপনারা মিছিলে শামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।”

উল্লেখ্য, বুধবার সন্ধে থেকে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে শামিল হন অগণিত মানুষ। তাতে অংশ নেন তারকারাও। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা। কিছুক্ষণের মধ্যে এলাকা তেতে ওঠে। অভিনেত্রীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিনেত্রীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘ধিক্কার’ স্লোগান দেন আন্দোলনকারীরা। কোনওক্রমে গাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রী। তাতেও পরিস্থিতি সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া হয়। কোনওক্রমে এলাকা ছাড়েন ঋতুপর্ণা।

[আরও পড়ুন: ‘অপরাধীরাও আমার মতো ঘুম হারাক’, ভেজা চোখে হাহাকার আর জি করের নির্যাতিতার মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে যখন তিলোত্তমার প্রতিবাদে গোটা শহরে অকাল দীপাবলি।
  • সেই প্রতিবাদে শামিল হতে গিয়ে এই বাংলারই মেয়ে, এই বাংলারই নায়িকা ঋতুপর্ণা হেনস্তার মুখে।
Advertisement