সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ হলিউড তারকা রিচার্ড গেয়ার (Richard Gere)। মেক্সিকোয় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভরতি করা হয়েছে গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতাকে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
তৃতীয় স্ত্রী আলেজান্দ্রা সিলভার জন্মদিন পালন করতেই মেক্সিকোয় গিয়েছিলেন রিচার্ড। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের অভিনেতা। হোটেল রুমেই চিকিৎসককে ডাকা হয়। রিচার্ডকে পরীক্ষা করে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে ভরতি হওয়ার পর অভিনেতার শারীরিক পরীক্ষা করা হয়। জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তবে এখন রিচার্ডের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তবে অভিনেতার বয়সের কথা মাথায় রেখে তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: দেশের সবেচেয়ে বড় খাবারের প্লেট সোনুর নামে, অথচ একটুও খেতে পারবেন না অভিনেতা!]
১৯৪৯ সালে ফিলাডেলফিয়ায় জন্ম রিচার্ড গেয়ারের। অল্প বয়স থেকেই অভিনয় করতেন সিয়াটেল রিপার্টারি থিয়েটার ও প্রভিন্সটাউন প্লেহাউসে। তিনিই প্রথম হলিউড অভিনেতা যিনি ব্রডওয়ে প্রযোজিত নাটক ‘বেন্ট’-এ সমকামীর চরিত্রে অভিনয় করেছিলেন। সাতের দশকে হলিউডে কাজ করতে শুরু করেন রিচার্ড। ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘আমেরিকান জিগোলো’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। সেই সময় রিচার্ডকে ‘সেক্স সিম্বল’ আখ্যা দেওয়া হয়। জুলিয়া রবার্টসের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিটি উওম্যান’, ‘রানঅ্যাওয়ে ব্রাইড’-এর মতো সিনেমাও উপহার দিয়েছেন তিনি।
একাধিকবার ভারতে এসেছেন রিচার্ড গেয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছে। তবে ২০০৭ সালে এইডস নিয়ে সচেতনতা বাড়াতে যখন তিনি এদেশে আসেন বিতর্কের সৃষ্টি হয়। এক ইভেন্টে অভিনেত্রী শিল্পী শেট্টিকে আচমকা জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন হলিউড অভিনেতা। তাতেই শোরগোল পড়ে যায়। অশালীনতার অভিযোগে দু’জনের নামে মামলাও হয়। পরে অবশ্য সেই মামলা খারিজ হয়ে যায়।
[আরও পড়ুন: ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান, লড়বেন শিশুদের অধিকারের জন্য]