সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবন উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে যখন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আলোচনায় মশগুল রাজনৈতিক ময়দান, ঠিক সেই দিনই দিল্লির রাজপথে মহিলা কুস্তিগিরদের হেনস্তার ঘটনা ঘটল। লজ্জাজনক সেই দৃশ্যের সাক্ষী গোটা দেশ। পুলিশি নিগ্রহের পর ক্ষোভে, অপমানে ফুঁসছেন তাঁরা। এবার সেই প্রেক্ষিতেই মোদিকে খোঁচা দিয়ে কবিতা লিখলেন টলিউড অভিনেতা ঋদ্ধি সেন।
যে দেশে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর পাঠ পড়ানো হয়, সেদেশে নারীদের এমন অবমাননার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার সেই যজ্ঞেই ঘৃতাহূতি দিয়েই ঋদ্ধির কবিতা-
“শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই ,ভাঙা কোমর
তোমার মূলের আগেই তুমি নড়বড়ে
তবু তুমি দিব্বি মজবুত এখনো
কারণ আমরা এখন ভোট দি ফেসবুকে।
তোমার ছায়া তোমাকে ছেড়েছে বহু আগে
বাহারি পোশাক , পোশাকি মন , শরীর ঝুঁকে আছে ঠুঁটো স্তবে
তবু তুমিই অমৃত কাল , মিথ্যে গণতন্ত্রের সাজে
কারণ সত্যের সন্ধান জমজমাট শুধু ফেসবুকে।
তুমি যেন সদ্যজাত, ইতিহাস ও বর্তমান, সবই অচেনা তোমার কাছে
তোমার ‘তুমির’ দ্বারে তুমি চৌকিদারই বটে
তাই চৌকিদারই চাকরি আজ ,আদানির দরবারে
আমরাও ব্যস্ত খুব, চৌকিদারী ফেসবুকে।
আইসক্রিম হাতে তুমিই ‘আচ্ছে দিন’ ,অলিম্পিকের মশাল
নাকি সুরে ডাক ছেড়েছো , ‘বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’
ঘটছে বিকাশ, লাঠির বাড়ি, শ্বাসরোধ রাজপথে
আমরা শুধু ক্রিকেট দেখি , হ্যাসট্যাগ, দেশপ্রেম ফেসবুকে।”
প্রসঙ্গত,দেশের হয়ে সোনা-রুপো জেতা মহিলা কুস্তিগির সংগীতা ফোগাট, ভিনেশ ফোগাটদের রাজপথে ফেলে লাঠিচার্জ করা হয় রবিবার। সেই ছবি নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। দিল্লির মসনদে বসা শাসকদলের বিরুদ্ধে মারাত্মক নিন্দার ঝড়। এপ্রসঙ্গে নরেন্দ্র মোদির হাতের ‘সেঙ্গল’কে কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী ফেসবুকে লেখেন, “ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে”। যার অর্থ করলে দাঁড়ায়, যে ন্যায় বিচারের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে রাজদণ্ড হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী, সেই দিনই মহিলা কুস্তিগিরদের এভাবে হেনস্তা করা হল! এবার মোদিকে বিঁধে দুঃসাহসী কবিতা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনের।