shono
Advertisement

শ্বেতাঙ্গদের মৃত্যুই ডোনাল্ড ট্রাম্পের জয়ের রাস্তা প্রশস্ত করেছিল!

সমীক্ষায় মিলল তথ্য। The post শ্বেতাঙ্গদের মৃত্যুই ডোনাল্ড ট্রাম্পের জয়ের রাস্তা প্রশস্ত করেছিল! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Dec 10, 2017Updated: 01:18 PM Sep 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের জয় নিয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। অন্যদিকে, মহিলাদের প্রতি অশালীন মন্তব্য, যৌন হেনস্তা-সহ বিভিন্ন ইস্যুতে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ক্ষোভ বাড়ছিল মার্কিন মুলুকে। কিন্তু, বাস্তবে ঘটল উলটোটাই। প্রাক্তন ফার্স্ট লেডিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিউ ইয়র্কের ধনকুবেরই। কিন্তু, ভোটে কীভাবে বাজিমাত করলেন ট্রাম্প?  সমীক্ষা দেখা গিয়েছে, গত ১৫ ধরে মার্কিন মুলুকে মধ্যবয়সী শ্বেতাঙ্গ নাগরিকদের মৃত্যুর উদ্বেগজনকভাবে বাড়ছে। আর এই ঘটনাই ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের রাস্তা প্রশস্ত করেছিল।

Advertisement

[জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা ট্রাম্পের, পালটা হুঁশিয়ারি সৌদির]

মার্কিন নাগরিকদের ভোটেই দেশের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখতে দেখতে হোয়াইউ হাউসে এক বছর কাটিয়েও দিলেন তিনি। কিন্তু, প্রেসিডেন্ট পদে ট্রাম্পের নির্বাচন নিয়ে বিতর্ক আছে। অভিযোগ, নিউ ইয়র্কের এই ধনকুবেরকে জেতাতে নাকি প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি হস্তক্ষেপ করেছিল রাশিয়া। যা নিয়ে এখন তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে সামনে এল নয়া তথ্য। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে মার্কিন মুলুকের ৪৫ থেকে ৫৪ বছর বয়সি শ্বেতাঙ্গ নাগরিকদের মৃত্যু হার বেড়েছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সেসব কাউন্টিতে মধ্যবয়সী শ্বেতাঙ্গ নাগরিকদের মৃত্যুর হার বেড়েছে, সেইসব কাউন্টিতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্নিন্টনের থেকে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি ছিল। আমেরিকার ড্রেক্সল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউসামা বিলাল জানিয়েছেন, ‘আমরা মনে করি,  গত দশকে যেসব কাউন্টিতে মৃত্যুর হার বেড়েছে, সেখানকার বাসিন্দাদের সামাজিক জীবনে পরিবর্তন ঘটেছে। কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, দারিদ্র্যের মতো নানা কারণে নাগরিকদের ভোটের প্যাটার্ন পালটে গিয়েছে।’

[বন্দি কুলভূষণের সঙ্গে স্ত্রী ও মাকে সাক্ষাতের অনুমতি দিল পাকিস্তান]

গবেষকদের দাবি, হাজার জন শ্বেতাঙ্গ নাগরিকদের পিছু সাড়ে পনেরো শতাংশ মৃত্যুর হার বৃদ্ধিতে ভোট সুইং করেছে প্রায় এক শতাংশ। সমীক্ষা চলাকালীন মার্কিন মুলুকের ২ হাজার ৭৬৪টি কাউন্টি থেকে তথ্য সংগ্রহ করেছেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে, ২০০৮ ও ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে যেসব কাউন্টিতে ডেমোক্র্যাট প্রার্থী জিতেছিলেন, এবার সেইসব কাউন্টিতে বাজিমাত করেছেন রিপাবলিক প্রার্থী। তাৎপর্যপূর্ণভাবে, সেই কাউন্টিতে আবার হাজার জন শ্বেতাঙ্গ নাগরিক পিছু মৃত্যুর হার বেড়েছে ১০.৭%।

[অস্তিত্বই নেই, তবুও হন্যে হয়ে এই রেস্তরাঁ খুঁজছেন লন্ডনবাসী]

The post শ্বেতাঙ্গদের মৃত্যুই ডোনাল্ড ট্রাম্পের জয়ের রাস্তা প্রশস্ত করেছিল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement