shono
Advertisement

প্রস্তুতি ম্যাচে রানে ফিরলেন পন্থ, দুর্দান্ত পারফর্ম করে জন্মদিন সেলিব্রেট মায়াঙ্কের

দুই ইনিংসেই ব্যর্থ পৃথ্বী শ। The post প্রস্তুতি ম্যাচে রানে ফিরলেন পন্থ, দুর্দান্ত পারফর্ম করে জন্মদিন সেলিব্রেট মায়াঙ্কের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:59 PM Feb 16, 2020Updated: 05:19 PM Feb 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্থ। তবে ফিট হয়েও দলে ফেরা হয়নি তাঁর। তরুণ উইকেটকিপারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কেএল রাহুল। দুর্দান্ত ফর্মের সৌজন্যে নিউজিল্যান্ড সফরে কর্ণাটকের ব্যাটসম্যানই হয়ে ওঠেন বিরাট কোহলির প্রথম পছন্দ। সেখানেও সফল রাহুল। তাই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ভারতীয় দলে ঋষভের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল? না, এখনই তা বলা যাচ্ছে না। কারণ নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে দারুণ পারফর্ম করলেন ঋষভ।

Advertisement

রবিবার ড্র দিয়ে শেষ হয় ভারত-নিউজিল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচ। যেখানে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন পন্থ। প্রথম ইনিংসে সাত রানেই আউট হয়েছিলেন তিনি। এই পারফম্যান্সের পর ঋষভ টেস্ট দলে জায়গা  পান কি না, সেটাই এখন দেখার। গতবছর শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচদিনের ম্যান খেলেছিলেন পন্থ। রানে ফিরেছেন আরেক ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালও। প্রথম ইনিংসে এক রান করলেও দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৮১ রান ঝুলিতে ভরেন তিনি। তারপরই সতীর্থদের সঙ্গে মেতে ওঠেন জন্মদিনের সেলিব্রেশনে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় ওপেনার হিসেবে মায়াঙ্কের জায়গাটা অনেকটাই স্পষ্ট।

[আরও পড়ুন: প্রকাশ্যে আইপিএলের সূচি, দেখে নিন লিগ পর্বে কেকেআর ম্যাচের পূর্ণাঙ্গ তালিকা]

প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে আবার ১০১ রান করে হনুমা বিহারী বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় দলে খেলার জন্য তিনি তৈরি। ৯৩ রান করেন চেতেশ্বর পূজারা। কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ পৃথ্বী শ। প্রশ্ন উঠছে শুভমান গিলের দলে সুযোগ পাওয়া নিয়েও। তিনিও ব্যাট হাতে ব্যর্থ। যদিও কোনও ইনিংসেই ব্যাট করতে নামেননি ক্যাপ্টেন কোহলি।

তবে শুধুই ব্যাটসম্যানরাই নন, ওয়ার্ম আপ ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স বোলারদেরও। কিউয়িবাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একটিও উইকেট নিতে পারেননি জশপ্রীত বুমরাহ। চোট থেকে ফিরতেই তাঁর পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। তবে প্রস্তুতি ম্যাচে ফের ছন্দে বুমরাহ। দুটি উইকেট তুলে নেন ভারতীয় পেসার। তিনটি উইকেট নেন মহম্মদ শামি। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে টেস্ট সিরিজ শুরুর আগে যা ভারতীয় শিবিরের জন্য অত্যন্ত ভাল সংবাদ।

[আরও পড়ুন: পঞ্চমবার বাবা হলেন আফ্রিদি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সন্তানের ছবি]

The post প্রস্তুতি ম্যাচে রানে ফিরলেন পন্থ, দুর্দান্ত পারফর্ম করে জন্মদিন সেলিব্রেট মায়াঙ্কের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement