সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসার জন্য এবার ঋষভ পন্থকে দেরাদুন থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বই। প্রয়োজন হলে পরবর্তীতে ব্রিটেন কিংবা আমেরিকাতেও নিয়ে যাওয়া হতে পারে ভারতীয় উইকেটকিপারকে। বুধবার এমনটাই জানানো হয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার তরফে।
সোমবার ঋষভ পন্থকে (Rishabh Pant) আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন ২৫ বছরের ভারতীয় তারকা। তবে শরীরের বিভিন্ন অংশে অসহ্য যন্ত্রণা তাঁর। বেড রেস্টেই থাকতে হচ্ছে তাঁকে। হাঁটার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় তাঁর গোড়ালি ও হাঁটুর MRI করাও সম্ভব হয়নি। তাই এই দুই স্থানে অস্ত্রোপচার নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তও নিতে পারছিলেন না চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে লাগাতার আলোচনা চলে বিসিসিআইয়ের (BCCI) মেডিক্যাল টিমের।
[আরও পড়ুন: ‘মুখ বন্ধ রাখতে মাসে ১ কোটির প্রস্তাব পেয়েছি’, সন্দীপ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক নির্যাতিতা]
দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম সুন্দর জানান, পন্থের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেছে ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিম। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁকে আজই মুম্বই উড়িয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু লিগামেন্টের চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। সেক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ লন্ডন।
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার কথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। দাউদাউ করে জ্বলে ওঠা গাড়ির মধ্যে থেকে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বের হন তিনি। দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে প্রথমে রুরকির হাসপাতালে নিয়ে আসেন। তারপর সেখান থেকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভরতি করা হয়। এখনও পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি। মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের MRI হয়েছে তাঁর। রিপোর্ট স্বাভাবিক। আপাতত বাকি চিকিৎসা মুম্বইতেই হবে বলে জানা গিয়েছে।