স্টাফ রিপোর্টার: হঠাৎ করে ছবিটা দেখে অবাক লাগবে। দেশ ছেড়ে দুবাইয়ে দু’জনে ক্রিসমাস পার্টিতে ব্যস্ত। সঙ্গে আরও অনেকেই। বন্ধুদের সঙ্গে এক টেবিলে আড্ডায় মেতে উঠেছেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা। একজন কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। অপরজন, তাঁরই জুতোতে পা গলানো তরুণ, প্রতিভাবান ঋষভ পন্থ (Rishav Pant)। বিস্ময়টা এখানেই। হঠাৎ, একসঙ্গে কেন দু’জনে? দেশ ছেড়ে কেন ওঁরা দুবাইয়ে? তা হলে কি প্রাক্তন অধিনায়কের কাছে তালিম নিতে ঋষভ পন্থ মরুশহরে?
এ প্রশ্নের উত্তর জানা কঠিন হলেও অঙ্ক কষা শুরু করে দিয়েছে ক্রিকেট মহল। শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচনের পর নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ (MSK Prasad) মিডিয়াকে জানান, উইকেটকিপিংয়ে উন্নতির জন্য ঋষভ পন্থের জন্য একজন স্পেশালিস্ট নেওয়া হচ্ছে। তাঁর কিপিংয়ের উন্নতির জন্য এমনটাই ভাবা হয়েছে। সেই অঙ্ক ধরে দুবাই কিন্তু সামনে আসছে। তা হলে পন্থ কি নিজে ধোনির সঙ্গে যোগাযোগ করে মরুশহরে গিয়েছেন? না হলে একসঙ্গে কীভাবে এমন পার্টি সম্ভব? শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ৫ জানুয়ারি। তার আগে নিজেকে ঘষে মেজে নিতে এই চেষ্টা হতেই পারে পন্থের।
[আরও পড়ুন: বিসিসিআইয়ের চাপ! এশিয়া একাদশে সুযোগ পাচ্ছেন না কোনও পাকিস্তানি ক্রিকেটার ]
এর আগে কিপিংয়ে উন্নতির জন্য কিরণ মোরের কাছে তালিম নিয়েছেন পন্থ। সেই প্র্যাকটিসেও কিছু হয়নি। টিম ম্যানেজমেন্ট মনে করছে, ব্যাটের হাত ভাল হলেও কিপিংয়ে খামতি আছে পন্থের। তাই কাউকে দিয়ে পন্থকে নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা। সেটা ধোনির হাত ধরে হলে খারাপ কি? এখানেই ধোনি নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। আইসিসি-র (ICC) সৌজন্যে তিনি আবার শিরোনামে উঠে এসেছেন।নিজেদের টুইটার হ্যান্ডেলে আইসিসি বুধবার একটি প্রতিযোগিতা শুরু করে। তাদের প্রশ্ন ছিল, এই দশকে ওয়ান ডে ক্রিকেটে সেরা অধিনায়ক কে? এবং তা দেখার পর ক্রিকেট বিশ্ব থেকে তা শেয়ার করা শুরু হয়ে যায়। সমর্থকদের বেশিরভাগ ভোটই গিয়েছে ধোনির পক্ষে। এবং সেটা প্রত্যাশিতভাবেই।
The post ক্রিসমাসের ছুটিতে ধোনির দ্বারস্থ পন্থ, দুবাইয়ে পার্টিতে মত্ত দুই তারকা appeared first on Sangbad Pratidin.