সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের মধ্যেই জন্মাষ্টমী পালন করলেন ঋষি সুনাক (Rishi Suank)। স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। ভগবান কৃষ্ণের জন্মদিবস উদযাপন করতে বৃহস্পতিবার রাতেই মন্দিরে গিয়েছিলেন ঋষি। প্রসঙ্গত, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ফল ঘোষণার দিন ক্রমেই এগিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, ঋষির পক্ষে ভোটে জেতা সম্ভব নয়।
জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে মন্দিরে যাওয়ার ছবি টুইট করেছেন ঋষি। সেই সঙ্গে লিখেছেন, “আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে ভক্তিবেদান্ত মানোর মন্দিরে গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের (Bhagwan Shri Krishna) জন্মদিন উপলক্ষেই ওই মন্দিরে গিয়েছিলাম আমরা। ছবিতে দেখা যাচ্ছে, হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে রয়েছেন সুনাক দম্পতি। প্রসঙ্গত, নির্বাচনী প্রক্রিয়ায় বরাবর এগিয়ে থাকলেও শেষ লড়াইয়ে এসে পিছিয়ে পড়েছেন ঋষি। তবু হাল ছাড়তে নারাজ ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ।
[আরও পড়ুন: আমেরিকার নাগরিক হতে চান গোতাবায়া রাজাপক্ষে! গ্রিন কার্ডের আবেদন নিয়ে জল্পনা তুঙ্গে]
প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে সামিল ঋষি। কিন্তু দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই দলীয় কর্মীদের ভোট পাচ্ছেন ঋষির প্রতিদ্বন্দ্বী ট্রাস। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে চলেছেন ট্রাস। মাত্র ৩৪ শতাংশ ভোট পড়বে ঋষির পক্ষে।
গোটা ব্রিটেন জুড়ে প্রায় পাঁচ লক্ষ দলীয় কর্মীর ভোটের পরেই চূড়ান্ত হয়ে যাবে, ১০ ডাউনিং স্ট্রিটের (British Prime Minister) পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন। সেই সঙ্গে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব কার হাতে যাবে, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। আপাতত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বচনের ফল ঘোষণা করা হবে।