সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিহত অন্তত ১৪। আহত বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ডিন্ডোরি এলাকার বাজগড় ঘাটের কাছে উলটে যায় যাত্রী বোঝাই একটি পিকআপ ট্রাক। প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত ২০ জন। তাঁদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিন্ডোরির কাউন্সিলর বিকাশ মিশ্র।
জানা গিয়েছে, প্রবল বেগে ছুটছিল পিকআপ ট্রাকটি। গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উলটে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। গতির বলি হন অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
[আরও পড়ুন: ২০১৪-র ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে ‘গরমিল’! অরূপ বিশ্বাসকে তলব ইডির]
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।