সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বর্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছেন তিনি। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছেন। তাঁকে আধুনিক যুগের মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সেই সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) বলছেন, তাঁর সাফল্যের নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। হিটম্যানের সান্নিধ্যে থেকেই তাঁর ব্যাটিংয়ের উন্নতি হয়েছে।
বিশ্বর্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকতে কেমন লাগছে? একটি সাক্ষাৎকারে স্কাই জানিয়েছেন, “পুরো ব্যাপারটা স্বপ্নের মতো। এক বছর আগেও যদি কেউ আমাকে বলত তুমি বিশ্বের এক নম্বর ব্যাটার হবে, জানি না কেমন লাগত। কিন্তু এই ফরম্যাটে খেলতে শুরু করার পর থেকে আমি আরও উন্নতি করতেই চেষ্টা করেছি।” ওডিআই বা টেস্টেও কি এইরকম আগ্রাসী মেজাজে ব্যাট করবেন? সূর্যের সাফ উত্তর, ফরম্যাট যাই হোক না কেন, নিজের সেরাটা দিয়ে ব্যাট করাই একমাত্র উদ্দেশ্য।
[আরও পড়ুন: কর্তব্যে অবিচল গাভাসকর, মায়ের মৃত্যু সংবাদ পেয়েও ফিরলেন না ধারাভাষ্য ছেড়ে]
এরপরেই উঠে আসে ভারত অধিনায়কের প্রসঙ্গ। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে দীর্ঘদিন অধিনায়ক রোহিতের সঙ্গে মুম্বই ইন্ডিয়ানসে খেলেছেন সুর্যকুমার। সেই প্রসঙ্গে তিনি বলেন, “রোহিত শর্মা (Rohit Sharma) আমার দাদার মতো। ২০১৮ সাল থেকে ও আমাকে গাইড করে আসছে। নানা সময়ে আমাকে সমর্থন করেছে রোহিত। চার বছর পর আমি সম্পূর্ণ নতুন এক ব্যাটার হয়ে উঠেছি। বিরাট, রোহিতরা ক্রিকেটার হিসাবে যা অর্জন করেছে, জানি না আমি আদৌ তার ধারে কাছে পৌঁছতে পারব কিনা।” ক্রিকেটার হিসাবে নিজের উন্নতির জন্য স্ত্রী দেবিকাকেও ধন্যবাদ জানিয়েছেন সূর্য।
আইপিএল অধিনায়ক রোহিতকে নিয়ে সূর্যের মন্তব্য ছড়িয়ে পড়তেই নানা রকমের মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। তবে অধিকাংশের মতেই, রোহিতের আদর্শে নিজেকে গড়ে তুলেছেন বলেই আজ এত সফল হয়েছেন সূর্যকুমার। রোহিতের পরামর্শ পালন করেছেন বলেই বিশ্বর্যাঙ্কিংয়ে সকলকে ছাপিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি। কেউ কেউ আবার বলেছেন, রোহিতের যোগ্য উত্তরসূরি সূর্যই।