সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন টি-টোয়েন্টি ফরম্যাটে নামেননি বিরাট কোহলি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আসন্ন বিশ্বকাপ পর্যন্ত কোহলি ও রোহিত দেশের হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। কিন্তু এই দুই তারকাকে দলে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগঠন করেন নির্বাচকরা।
বৃহস্পতিবার বিশ্বকাপের দলনির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর। সেখানেই আগরকরকে প্রশ্ন করা হয়েছিল, নভেম্বর ২০২২ থেকে হার্দিক পাণ্ডিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে হিটম্যানকে কেন ক্যাপ্টেন করা হল?
[আরও পড়ুন: লাহোরেই খেলতে হবে ভারতকে! চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু স্থির করে ফেলল পাকিস্তান]
সেই প্রশ্নের জবাবে আগরকর বলেন, ''রোহিত অসাধারণ একজন লিডার। ৫০ ওভারের বিশ্বকাপের শেষ থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছমাস সময় পাওয়া গিয়েছে। আর এই সময়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। হার্দিক বেশ কয়েকটা সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু রোহিত দুর্দান্ত একজন নেতা। ক্রিকেটার হিসেবেও দারুণ একজন।''
রোহিত বরফ গলিয়ে জানাচ্ছেন, ''সেই সময়ে সিলেকশন কমিটির অংশ ছিল না অজিত। তখনই স্থির হয়েছিল যে ফরম্যাট সামনে আসবে, আমরা সেই ফরম্যাটের উপরেই গুরুত্ব দেব। অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই সমযে ৫০ ওভারের বিশ্বকাপকেই ফোকাস করা হয়েছিল। সেই কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা নামতে পারিনি। একই পরিস্থিতি হয়েছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও। আমরা অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলতে পারিনি। টেস্ট ক্রিকেটটাই একমাত্র ফরম্যাট। ধারাবাহিক ভাবে এই ফরম্যাট আমরা খেলে গিয়েছি।''
রোহিত জানান আগের নির্বাচকমণ্ডলীর সদস্যদের সঙ্গে কী আলোচনা হয়েছিল, তা অজিত আগরকর জানতেন না। কারা বিশ্রাম নেবেন আর কারা নেবেন না, সেই সম্পর্কে ধারণা ছিল না আগরকরের।