বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: হিমালয়ের প্রায় ১২ হাজার ফুট উঁচু পাহাড়ি জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)! এমনই বিস্ময়কর দৃশ্য সম্প্রতি ধরা পড়েছে পূর্ব সিকিমের পাঙ্গোলাখা বন্যপ্রাণ অভয়ারণ্যে রাখা গোপন ক্যামেরায়। ঘটনাটি শনিবার প্রকাশ্যে আসতে বন্যপ্রাণ গবেষক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে পাঙ্গোলাখা বন্যপ্রাণ অভয়ারণ্যের উচ্চতা ১১ হাজার ৯৪২ ফুট। বন্যপ্রাণ গবেষকদের মতে, এখনও পর্যন্ত এটাই দেশের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বোচ্চ আবাসস্থল। শুধু তাই নয়। এটা প্রমাণ করছে যে সমতলে বিপন্ন হতে হতে উত্তরের উঁচু পাহাড়ি জঙ্গল বেছে নিয়ে অভিযোজনের মাধ্যমে অস্তিত্ব রক্ষা করেছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক অনুমোদিত ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজের উদ্যোগে লাদাখ, হিমাচল প্রদেশ এবং সিকিমের মতো তিনটি হিমালয় রাজ্যের পাঁচটি জলাভূমির সংরক্ষণ এবং ব্যবহার নিয়ে কাজ চলছে। মূলত পাখিদের আবাস্থল রক্ষা ওই প্রকল্পের উদ্দেশ্য। ওই কারণে সংস্থাটি অভয়ারণ্যের জীববৈচিত্র্য মূল্যায়নেরও কাজ করছে। তাদেরই রাখা গোপন ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগার ধরা দেয়।