সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত ম্যাচ হেরে প্রবল তোপের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে চার জন তারকাকে ডাগ আউটে বসিয়ে রেখে নেমেছিল আরসিবি। সেই চার তারকার সম্মিলিত মূল্য ৪৭ কোটি টাকা।
ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ--এই চার তারকাকে ডাগ আউটে রেখে খেলতে নেমেছিল আরসিবি।
[আরও পড়ুন: রায়নার হাত ধরে নামছেন সিঁড়ি থেকে! ভিডিও ভাইরাল, আদৌ খেলতে পারবেন তো ধোনি?]
সানরাইজার্স হায়দরাবাদের ২৮৭ রানের পাহাড়ে পিষ্ট হয় আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ১৭.৫ কোটি টাকার বিনিময়ে আরসিবি-তে এসেছেন গ্রিন। ১১.৫ কোটি দিয়ে কেনা হয় আলজারি জোসেফকে। ম্যাক্সওয়েল ও সিরাজকে যথাক্রমে ১১ কোটি ও ৭ কোটি টাকা দিয়ে রেখে দেওয়া হয়। অভিনব মুকুন্দ এই বিষয়টাই প্রকাশ্যে আনেন। টুইট করেন দেশের প্রাক্তন ওপেনার জানান, ৪৭ কোটির প্লেয়াররা আরসিবি-র বেঞ্চে বসে।
বেঙ্গালুরুর ২৮৭ রানের জবাব দিতে নেমে আরসিবি থামে ২৬২ রানে। ৬টি ম্যাচের মধ্যে ৪টি জিতে চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাতটি ম্যাচের মধ্যে ৬টিতেই হার মেনেছে।