সুব্রত বিশ্বাস: রেলের সম্পত্তি পাহারা দিতে শক্তিগড় থেকে রামপুরহাট গিয়েছিলেন আরপিএফ (RPF) জওয়ান। ভোর রাতের ঘন কুয়াশার মাঝে দেখতে পাননি ট্রেন। সেটাই কাল হলো। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ওই আরপিএফ জওয়ানের। রবিবার ভোরে রামপুরহাট (Rampurhat) শাখার মুরারই-চাতরার মাঝে এই দুর্ঘটনা ঘটেছে।
মৃত কনস্টেবলের নাম রবিউল হক। তিনি ক্যানসারে আক্রান্ত। প্রথমে তাঁর পোস্টিং ছিল হাওড়ায়। কিন্তু চিকিৎসার সুবিধার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে তিনি বাড়ির কাছে শক্তিগড়ে (Shaktigarh) পোস্টিং নেন। নতুন লাইনে ওভেরহেড তার লাগানোর কাজ চলছে রামপুরহাট শাখায়। রেলের তার পাহারা দিতে বিভিন্ন পোস্টের কর্মীদের সেখানে পাঠানো হয়। রবিউলও গিয়েছিলেন পাহারা দিতে। শনিবার রাতে রামপুরহাট পোস্টে পাহারার কাজ করছিলেন। রবিবার ভোর পাঁচটা নাগাদ লাইন ধরে টহল দিচ্ছিলেন। এমন সময় মালগাড়ি এসে পড়ে। কিন্তু ঘন কুয়াশা থাকায় তিনি মালগাড়িটি দেখতে পাননি। মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! রমন লাম্বা-ফিল হিউজের পর বাইশ গজের যুদ্ধে প্রয়াত ভারতীয় ক্রিকেটার]
রবিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসায় এনিয়ে চাঞ্চল্য ছড়ায়। রেলকর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের প্রশ্ন, ক্যানসার রোগীকে কেন তার পাহারার কাজে পাঠানো হল? পূর্ব রেলের আইজি (IG) পরমশিব জানান, প্রাথমিকভাবে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট পেয়ে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান তিনি। কাজে গিয়ে আরপিএফ কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি সহকর্মীরাও শোকাহত।
[আরও পড়ুন: জন্মের দুবছরেই বাজিমাত! সব হুইস্কিকে দশ গোল দিয়ে বিশ্বসেরা এই দেশীয় ব্র্যান্ড]
একাধিক রেল দুর্ঘটনা যাত্রীদের সুরক্ষা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এবার ক্যানসার আক্রান্ত কর্মীর মৃত্যুও সেই প্রশ্ন তুলে দিল। রেল বিভাগে কর্মীদেরও নিরাপত্তা নেই, এই অভিযোগ তুলেছে মৃত রবিউলের পরিবার।