shono
Advertisement

উদ্ধার বাতিল নোটের ৩.৫ কোটি টাকা খোয়া গেল নাগাল্যান্ডে

আচমকা এই টাকা গায়েবের পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ The post উদ্ধার বাতিল নোটের ৩.৫ কোটি টাকা খোয়া গেল নাগাল্যান্ডে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Nov 23, 2016Updated: 11:38 AM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নোট বাতিল ঘোষণার পর থেকেই ঘুম উড়ে গিয়েছে কালো টাকা মজুতকারীদের৷ একদিকে কেউ প্রাণে বাঁচতে যেমন ৫০০ ও ১০০০ টাকার নোটে আগুন লাগিয়ে দিচ্ছে, অন্যদিকে কেউ আবার জলে ভাসিয়ে দিচ্ছে থরে থরে সাজানো ৫০০ ও ১০০০ টাকার বান্ডিল৷

Advertisement

কিন্তু এর মধ্যেই গত কয়েকদিন আগে কাশ্মীরের এক ব্যাঙ্ক থেকে লুঠ হয়েছে কয়েক লক্ষ বাতিল টাকার নোট৷ আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের সাড়ে তিন কোটি টাকা গায়েব হয়ে গেল নাগাল্যান্ড থেকে৷ গত মঙ্গলবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স বিহারের এক ব্যবসায়ীর কাছ থেকে এই কালো টাকা উদ্ধার করে৷ সেই টাকারই বেশ কিছুটা খোয়া গেল এদিন৷ শোনা গিয়েছিল বিহারের ব্যবসায়ী অমরজিৎ সিং এই কালো টাকা নাগাল্যান্ডের এক ব্যবসায়ীর কাছে পাচার করার চেষ্টা করছিল৷ আর সেই টাকা নিয়ে বিমানে যাওয়ার সময়ই তাকে গ্রেফতার করা হয়৷

সিআইপিএফ-এর তরফ থেকে কালো টাকা আবারও খোয়া যাওয়ার ঘটনা সম্পর্কে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, তাদের তরফ থেকে বিষয়টি সম্পর্কে ইন্টালিজেন্স ব্যুরোর কাছে অভিযোগ জানানো হয়েছে৷ ঘটনার তদন্ত করে দেখছে আইবি৷ আচমকা এই টাকা গায়েবের পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

The post উদ্ধার বাতিল নোটের ৩.৫ কোটি টাকা খোয়া গেল নাগাল্যান্ডে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement