shono
Advertisement

কলকাতায় মোহন ভাগবতের সভার অনুমতি দিল না প্রশাসন

কী কারণে? The post কলকাতায় মোহন ভাগবতের সভার অনুমতি দিল না প্রশাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:48 PM Sep 05, 2017Updated: 03:55 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের জন্য কলকাতার মহাজাতি সদনের পূর্বনির্ধারিত বুকিং বাতিল করা হল। রাজ্য সরকারের এই হলটি আরএসএসের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া যাবে না বলে মৌখিকভাবে জানিয়ে দিল সদন কর্তৃপক্ষ। আসন্ন অক্টোবরে মহাজাতি সদনে এক অনুষ্ঠানে মোহন ভাগবতের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু হলের বুকিং বাতিল করায় আপাতত ওই অনুষ্ঠানের ভবিষ্যত বিশ বাঁও জলে।

Advertisement

[বিজয়া দশমীতে ফের রাজ্যে অস্ত্র মিছিলের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির]

এই ঘটনা অবশ্য প্রথম নয়, গত জানুয়ারিতেও মোহন ভাগবতের একটি মিছিলে অংশগ্রহণে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সে সময় কলকাতা পুলিশ সাফাই দেয়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ওই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। যদিও রাজ্যের এই অবস্থান উড়িয়ে কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয়, ব্রিগেডে আরএসএসের সভা করতে কোনও বাধা নেই। ওই ঘটনার ঠিক এক মাস আগে অমিত শাহর একটি মিছিলেরও অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অবস্থানের বিরুদ্ধে হাই কোর্টে যায় বিজেপি। শেষ পর্যন্ত সভার অনুমতিও মেলে। ওই ঘটনাকে কেন্দ্র করে সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অমিত শাহ।

শুধু ভাগবতের সভায় নয়, দ্রুতই রাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে চলেছে গেরুয়া শিবির। রামনবমীর পর এবার বিজয়া দশমীতে ‘শস্ত্র পুজো’র ডাক দিয়েছেন হিন্দু নেতারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিজয়া দশমীর ‘শস্ত্র পুজো’য় কাস্তে, তরবারি তো বটেই, এমনকী আগ্নেয়াস্ত্র নিয়েও মিছিল বের করা হবে। হনুমান জয়ন্তী, রামনবমীর অস্ত্র মিছিলের ‘সাফল্যে’ উদ্বুদ্ধ হয়েই ‘শস্ত্র পুজো’য় ফের ওই একই ধাঁচের মিছিল বের করার কথা ভাবছেন উদ্যোক্তারা। এর আগে হনুমান জয়ন্তীর দিন কয়েকশো যুবকের উপস্থিতিতে হিন্দু নেতারা তরবারি-সহ অন্যান্য অস্ত্র হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে ভবানীপুরে মিছিল করেন।

[‘পারলে মহরমে অস্ত্রের ব্যবহার বন্ধ করে দেখান মুখ্যমন্ত্রী’]

The post কলকাতায় মোহন ভাগবতের সভার অনুমতি দিল না প্রশাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement