সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পোশাক বিধি বদলে ফেলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)৷ চিরাচরিত খাকি রঙের হাফপ্যান্ট ছেড়ে এবার থেকে বাদামি রঙের ফুলপ্যান্ট পরবেন স্বয়ংসেবকরা৷
বিজয় দশমীর দিন সংগঠনের প্রতিষ্ঠা দিবস৷ ১৯২৫ সালে ২৭ সেপ্টেম্বর তৎকালীন বিজয় দশমীর দিন প্রতিষ্ঠিত হয় আরএসএস৷ দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনের কয়েক হাজার কর্মী নাগপুরে নয়া পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেবেন৷ অক্টোবরের ১১ তারিখ ওই অনুষ্ঠানে মোহন ভগবত-সহ অন্তত ২০ হাজার স্বয়ংসেবক উপস্থিত থাকবেন৷ চলতি বছরের মার্চ মাসে নয়া পোশাক বিধি সর্বসম্মতিতে গৃহীত হয় সঙ্ঘে৷ সময়ের সঙ্গে কর্মীদের বদলে যাওয়া রুচিকে সম্মান জানাতেই নয়া পোশাক বিধি গ্রহণ করেছে সঙ্ঘ, জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব৷
The post প্রতিষ্ঠা দিবসে ভোল বদলে ফুলপ্যান্ট পরবেন স্বয়ংসেবকরা appeared first on Sangbad Pratidin.