সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের কুয়াশায় সাজানো নতুন জীবনের স্বপ্ন। একসঙ্গে পথ চলার অঙ্গীকার। আংটিবদলের পালা সারা, এবার রুবেল-শ্বেতার ছাঁদনাতলায় যাওয়ার অপেক্ষা। টেলিপাড়া সূত্রে খবর, জানুয়ারি মাসেই বাজবে ছোটপর্দার তারকা যুগলের বিয়ের সানাই। তার আগেই আদরে-সোহাগে মোড়া প্রি-ওয়েডিং ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করলেন দুজন।
বাংলা টেলিভিশনের দৌলতে একাধিকবার রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন রুবেল দাস। শ্বেতাও নায়িকা হিসেবে বিয়ের সাজে সেজেছেন। কিন্তু এবারে বাস্তব। আর তা বড়ই মধুর। ভিডিও দেখলেই তা বোঝা যায়। নানা সাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারকা যুগল। আগামীর স্বপ্নে বিভোর দুই জোড়া চোখ, আর মন ভালোবাসার জোয়ার।
শ্বেতা-রুবেলের এই ভিডিও দামোদর রিভার রিট্রিটে শুট করা। তারকা যুগলের মেকআপ ও হেয়ারের দায়িত্ব সামলেছেন সুরঞ্জন। স্টাইল রুদ্র সাহার। গয়না ময়ূখ জুয়েলারির। পোশাক বিকি দাসের। ভিডিওর ফটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অরিন্দম ভট্টাচার্য। সিনেমাটোগ্রাফার সাগর সর্দার।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। শোনা গিয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিয়ে সারবেন শ্বেতা-রুবেল। তবে সেই সময় এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা বলেছিলেন, “যা শোনা যাচ্ছে তা ঘটনা নয় শুধুই রটনা। হ্যাঁ, বিয়ের পরিকল্পনা অবশ্যই আছে। ২০২৫ সালে করার চিন্তাভাবনাও রয়েছে। তবে দিনক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি। যদি তেমন কিছু হয় জানতে তো পেরেই যাবে।”