shono
Advertisement

নিশানায় মোদি-শাহ? ফিদায়েঁ ISIS জঙ্গিকে আটক করল রাশিয়া

ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য।
Posted: 02:12 PM Aug 22, 2022Updated: 03:48 PM Aug 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বানচাল বড়সড় নাশকতার ছক। রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদায়েঁ জঙ্গি। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উপর হামলার পরিকল্পনা করছিল ধৃত সন্ত্রাসবাদী। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে রয়েছে।

Advertisement

সোমবার আইএস জঙ্গিকে আটক করার কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, ভারতের রাজনীতিবিদরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে রয়েছে বলেই মনে করা হচ্ছে। রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, “নিষিদ্ধ ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।”

[আরও পড়ুন: মস্কোয় গাড়িবোমা হামলায় নিহত ‘পুতিন মস্তিষ্ক’-র মেয়ে, নেপথ্যে কি ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা?]

বলে রাখা ভাল, স্বাধীনতা দিবসের কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। আজমগড় থেকে সবাউদ্দিন আজমি নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করে এটিএস। তারপর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে।         

উল্লেখ্য, ২০২১ সালে ভারতে আইএস-এর কার্যকলাপ নিয়ে একটি উদ্বেগজনক রিপোর্ট পেশ করে রাষ্ট্রসংঘ। সেখানে বলা হয়, ভারতে জেহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট -খোরাসন (ISIL-K)। ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে শাহিব মুহাজিরের। আগে পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আগে যোগাযোগ ছিল তার। বর্তমানে আইএস-কে’র নেতা হয়েই ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর দিচ্ছে সে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দু’য়েক আইএস-কে জঙ্গি রয়েছে। সেখানে তাদের প্রশিক্ষণ চলছে।

[আরও পড়ুন: প্রতিবেশীর বাড়ি থেকে সাপ ধরে ‘হিরো’, পরে সেই বিষধরের ছোবলেই প্রাণ গেল ব্যক্তির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement