shono
Advertisement

Breaking News

কুখ্যাত নাৎসিকে পার্লামেন্টে সম্মান! এবার রাশিয়ার রোষের মুখে কানাডা

নাৎসিদের গ্যাস চেম্বার প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ নিরীহ মানুষের।
Posted: 11:50 AM Sep 26, 2023Updated: 12:15 PM Sep 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাৎসিদের গ্যাস চেম্বার প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ নিরীহ মানুষের। হিটলারের থার্ড রাইখের স্বপ্ন রাশিয়ার বুকে যে বিভীষিকার ছাপ রেখে গিয়েছে তা এখনও স্পষ্ট। এই প্রেক্ষাপটে এক নাৎসিকে সম্মান জানিয়ে মস্কোর রোষের মুখে পড়েছে ওটয়া।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২২ সেপ্টেম্বর ইয়ারোস্লাভ হুঙ্কা নামের ইউক্রেনের এক নাৎসিকে সম্মান জানানো হয় কানাডার পার্লামেন্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সর্বাধিনায়ক অ্যাডল্ফ হিটলারের কুখ্যাত ওয়াফেন এসএস বাহিনীর সদস্য ছিলেন হুঙ্কা। ইউক্রেনে এসএস-এর (Schutzstaffel) ‘গ্যালিসিয়া’ ডিভিশনের সদস্য ছিলেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৯৮ বছর। এহেন হুঙ্কাকে ‘ইউক্রেন ও কানাডার হিরো’ বলে উল্লেখ করেন দেশটির পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা।

[আরও পড়ুন: ১৮৩ একর জমিতে শেষ নির্মাণকাজ, আগামী মাসেই উদ্বোধন আমেরিকার বৃহত্তম হিন্দু মন্দিরের]

কানাডার এহেন কাণ্ডে রেগে লাল রাশিয়া। ওটয়ার কাছে জবাব তলব করেছে মস্কো। শুধু তাই নয়, এই নিয়ে সরগরম কানাডার জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একহাত নিয়েছেন দেশটির বিরোধী দলনেতা পিয়ের পলিয়েভরে। তাঁর দাবি, ট্রুডো নিজে নাৎসি ইয়ারোস্লাভ হুঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর উচিত ক্ষমা চাওয়া।  

তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে কানাডা। খলিস্তান ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতের আবহে রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ইউক্রেন যুদ্ধে খাদ্য ও জ্বালানিকে হাতিয়ারের মতো ব্যবহার করছে মস্কো। বুধবার ইউক্রেন নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে পুতিন প্রশাসনকে একহাত নিয়ে তিনি বলেছিলেন, “ইউক্রেন যুদ্ধে খাদ্য ও জ্বালানিকে হাতিয়ারের মতো ব্যবহার করছে মস্কো। এর ফলে লক্ষ লক্ষ মানুষ অনাহারের মুখে পড়ছে। তবে খাদ্যসংকটের মুখে যারা পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছে কানাডা। ইউক্রেনের প্রতি আমরা দায়বদ্ধ। ইউক্রেনের লড়াই আমাদের লড়াই।”

[আরও পড়ুন: লন্ডন পুলিশে ‘বিদ্রোহ’, সংঘাতের আশঙ্কায় তৈরি সেনাবাহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement