সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বাইরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আচমকা দুঃসংবাদ। অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রীর মা। খবর পাওয়ামাত্রই শুটিং ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরলেন অভিনেত্রী।

সূত্রের খবর, জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ গুরুতর অসুস্থ। তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। আর এই খবর পেয়েই অভিনেত্রী শুটিং ছেড়ে গতকাল, সোমবার বাড়ি ফিরেছেন অভিনেত্রী। যদিও জ্যাকলিনের পরিবারের তরফে কিমের অসুস্থতা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালেও জ্যাকলিনের মায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় তাঁর মস্কিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। কিমকে তখন বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জ্যাকলিন কখনই নিজের ব্যক্তিগত জীবন, পরিবার এসব নিয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু তা সত্ত্বেও মায়ের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বরাবর অভিনেত্রীকে বলতে শোনা যায়, "আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। বাবা-মা আমার জীবনের আবচেয়ে বড় অনুপ্রেরণা। মুম্বইয়ে কাজের সূত্রে আমি একাই থাকি। সেকারণে পরিবারকে খুব মিস করি।"
এপ্রসঙ্গে জানানো যায়, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে ইতিপূর্বে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন জ্যাকলিন। জেলে বসেই নানা সময়ে বলি সুন্দরী জ্যাকলিনের প্রতি প্রেম উজাড় করেন ঠগ সুকেশ চন্দ্রশেখর। একের পর এক প্রেমের চিঠিও লেখেন জ্যাকলিনকে। অন্যদিকে, জ্যাকলিন কিন্তু মোটেই পাত্তা দেননি সুকেশের এই প্রেমকে। বরং সুকেশের এই প্রেমের ঠেলায় আদালতের চক্কর খেতে খেতে বিরক্ত অভিনেত্রী। এর জেরে অভিনেত্রীর কাজের ক্ষতি হয়েছে বলে মনে করে তাঁর অনুরাগীরা। তবে এসব কাটিয়ে চলতি মাসেই মুক্তি পেয়েছে জ্যাকলিনের গাওয়া প্রথম বাংলা গান 'আমি কাফি'। নেট দুনিয়ায় গানটি ভালোই সাড়া ফেলেছে। পাশাপাশি এবছরই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'ফতেহ'। আপাতত মাকে দ্রুত সুস্থ করে কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।