shono
Advertisement

ইউক্রেনে ‘পুতুল সরকার’বসানোর প্রস্তাব রাশিয়ার, পত্রপাঠ আলোচনার শর্ত নাকচ করল কিয়েভ

নিজেদের পছন্দের পাত্র প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে ফেরাতে চায় মস্কো।
Posted: 08:12 PM Mar 02, 2022Updated: 08:19 PM Mar 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নিরাপত্তা দিয়ে পরম যত্নে লুকিয়ে রাখা হয়েছিল। এখন সুযোগ বুঝে তাকেই সামনে আনার তোড়জোড় চলছে। ইউক্রেনে (Ukraine) ‘পুতুল সরকার’ বসানোর ব্লু-প্রিন্ট কষছে রাশিয়া (Russia)। শোনা যাচ্ছে, ক্রেমলিনের ‘চোখের মনি’ প্রাক্তন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে (Viktor Yanukovych) ফিরিয়ে কিয়েভের মসনদে বসাতে চায় মস্কো। সেদিকেই পদক্ষেপ করছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। যুদ্ধের সপ্তম দিনে প্ল্যান বি হিসেবে রুশ প্রেসিডেন্টের ওই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। সমর বিশেষজ্ঞদের একাংশের ধারণা, জেলেনস্কি সরকারকে উৎখাত করে ইউক্রেনে ফের নিজেদের বিশ্বস্ত পাত্র ইয়ানুকোভিচকে বসিয়ে এই যুদ্ধে ইতি টানতে চান পুতিন (Vladimir Putin)। কিন্তু মস্কোর এই শর্ত পত্রপাঠ খারিজ করেছে কিয়েভ। কোনও শর্ত ছাডা়ই আলোচনা চায় জেলেনস্কি সরকার।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত, ঘোষিত দিনক্ষণ]

কিন্তু কে এই ভিক্টর ইয়ানুকোভিচ, যাঁকে এত পছন্দ রাশিয়ার? তা বুঝতে হলে ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে। ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়নের (EU)সঙ্গে বাণিজ্য চুক্তিতে অরাজি ছিলেন তৎকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। কোনও চুক্তিতে সই করেননি তিনি। তারপরই ব্যাপক জনরোষের মুখে পড়েন প্রাক্তন প্রেসিডেন্ট। মাত্র তিনমাসের জন আন্দোলনে ২০১৪ সালে দেশ ছাড়তে বাধ্য হন। আশ্রয় দেয় ক্রেমলিন (Kremlin)। তাকে রীতিমত রাজনৈতিক আশ্রয় দিয়ে রাশিয়ায় রাখা হয়।

পুতিনের সঙ্গে আলোচনায় ইয়ানুকোভিচ। ফাইল ছবি।

সেই ইয়ানুকোভিচকে এতদিন কার্যত আগলে রেখেছিল পুতিনের দেশ। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাধার পর রীতিমতো ‘বোড়ে’র চাল দিতে ব্যবহারের ভাবনা ক্রেমলিনের। শোনা যাচ্ছে, এবার আস্তিনে লুকিয়ে রাখা ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট পদে ফেরানোর প্রস্তাব দিতে চলেছে রাশিয়া। মনে করা হচ্ছে, কিয়েভ থেকে বর্তমান সরকারকে উৎখাত করে সেখানে নিজেদের পছন্দমতো ‘পুতুল সরকার’ বসানোই লক্ষ্য পুতিনের। হয়ত ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় সমঝোতা বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব দিতে পারেন রাশিয়ার প্রতিনিধিরা। যদি তা একবার বাস্তবায়িত হয়, তাহলে যুদ্ধে দাড়ি পড়তে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই সংকট পরিস্থিতিতে যে দৃঢ়তা দেখিয়েছেন, তাতে তিনি এই প্রস্তাবের কাছে সহজে মাথা নোয়াবেন বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: রণাঙ্গনে নিজেদের সাঁজোয়া গাড়ি বিকল করে দিচ্ছে রুশ সেনা! ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement