সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমী দেশগুলি মনে করে ভারতের বিষয়ে মন্তব্য করার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের। এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকেই একাধিকবার পশ্চিমী দুনিয়ার আক্রমণের মুখে পড়েছে কেন্দ্র সরকার। আমেরিকা (USA), জার্মানির (Germany) পর পুরো ইস্যুর দিকে নজর রাখার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী।
রবিবার একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন জয়শংকর। বিজেপি আয়োজিত এই সভায় তাঁকে প্রশ্ন করা হয়, রাহুল ইস্যুতে পশ্চিমী দুনিয়ার মতামত নিয়ে জয়শংকর কী মনে করেন? প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, “পশ্চিমী দেশগুলি অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে মতামত দিতে অভ্যস্ত। তারা মনে করে অন্যদের বিষয়ে কথা বলার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের। কিন্তু সেই দেশগুলির মনে রাখা দরকার, এই অভ্যেস চালিয়ে গেলে তারা সমস্যায় পড়বে। তাদের অভ্যন্তরীণ বিষয়েও অন্যরা মতামত দেবে, সেটা মোটেও ভাল লাগবে না তাদের।”
[আরও পড়ুন: ‘রাজু আমার ছোট ভাইয়ের মতো’, শক্তিগড়ে ‘কয়লা মাফিয়া’ খুনে দুঃখপ্রকাশ অর্জুনের]
এই আলোচনা সভাতেই জয়শংকর আরও বলেন, এই দেশগুলিকে আসলে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। নাম না করে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বিঁধে বিদেশমন্ত্রী বলেন, “বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সমস্যা তুলে ধরা হচ্ছে। সেই দেশগুলিকে মতামত প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে। সমস্যা দুই দেশের তরফেই রয়েছে। দুপক্ষকেই শুধরাতে হবে।”
প্রসঙ্গত, আমেরিকা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দেবে। যদিও বিজেপি পরপর রাহুল ইস্যুতে বিদেশি হস্তক্ষেপকে কংগ্রেসেরই ষড়যন্ত্র বলে অভিযোগ করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই বলে দিয়েছেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ চাইছে কংগ্রেস।”