সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'হরগৌরী পাইস হোটেল' থেকে সরতেই মিঠু চক্রবর্তীর শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গত এপ্রিল মাসেই ইন্ডাস্ট্রির অন্দরমহল মারফৎ জানা গিয়েছিল যে, প্রবীণ অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে মারণরোগ। সেইজন্যই আপাতত অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার স্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)।
স্তন ক্যানসারে আক্রান্ত মিঠু চক্রবর্তী। সোমবার তাঁর ষষ্ঠ কেমো থেরাপি। তার প্রাক্কালেই 'ফেলুদা' জানালেন, পাঁচটি কেমো থেরাপি সেশন হয়েছে ভালোভাবেই। সোমবার ফের আরেকটা কেমো থেরাপি হবে। যার জন্য খানিক অস্বস্তিতে রয়েছেন মিঠু। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই মারণরোগের জেরে প্রবীণ অভিনেত্রীর অস্ত্রোপচার হয়েছে। কেমো থেরাপি শেষ হলে শুরু হবে রেডিও থেরাপি। অস্ত্রোপচারের পর গত মার্চ মাস থেকে কেমো চলছে মিঠুর।
[আরও পড়ুন: ‘হিন্দু বলেই এই পরিণতি?’, কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হানায় সরব সাংসদ কঙ্গনা]
এদিকে গত মার্চ মাসে সব্যসাচী নিজেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্বাসকষ্ট নিয়ে। নাতি ধীরের অন্নপ্রাশনের পরই সেই ঘটনা ঘটে। সেইসময়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বাঙালির প্রিয় ‘ফেলুদা’র হার্টে ব্লক রয়েছে। সেই কারণেই অস্থায়ী পেসমেকার বসানো হয়েছে। পরে পরীক্ষা করে স্থায়ী ব্যবস্থাপনা করা হবে। বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে রক্ষা। তা না হলে সমস্যা আরও বাড়তে পারত। এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল তখন তাঁকে। তবে বর্তমানে অনেকটাই সেরে উঠেছেন তিনি। এই কঠিন সময়ে শক্ত করে একে-অপরের হাত ধরে রেখেছেন মিঠু-সব্যসাচী। খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।