shono
Advertisement

বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণের সময় বিপত্তি, কার্নিশ থেকে পড়ে মৃত্যু ছাত্রীর

গ্রেপ্তার প্রশিক্ষক৷ The post বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণের সময় বিপত্তি, কার্নিশ থেকে পড়ে মৃত্যু ছাত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:40 AM Jul 13, 2018Updated: 12:10 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণের সময় ঘটল বিপত্তি৷ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক কলেজের কার্নিশ থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর৷ অভিযোগ, উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়াই কলেজে ছাত্রীদের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ চলছিল৷ প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Advertisement

[ধর্ষণে অভিযুক্তদের কোনওরকম সরকারি সুবিধা নয়, পদক্ষেপ হরিয়ানায়]

কোনও বিপদে পড়লে কীভাবে তা থেকে রক্ষা পাওয়া সম্ভব, তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কলেজ ছাত্রীদের৷ বৃহস্পতিবার বিকেলের এই প্রশিক্ষণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওয় দেখা যাচ্ছে, বিবিএ-র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তিনতলার ছাদের কার্নিশে হাঁটছিলেন৷ নিচে লাফাতে বলা হচ্ছিল তাঁকে৷ রীতিমত ভয় পাচ্ছিলেন বছর ঊনিশের কলেজ ছাত্রী৷ এরপর কার্নিশ থেকে ধাক্কা দেওয়া হয় ছাত্রীকে৷ অসাবধানবশত লাফ দিতে গিয়ে দু’তলার ছাত্রীর মাথা ঢুকে যায়৷ এরপরই নিচে পড়ে যান ছাত্রী৷ অনেকেই তাঁকে ধরে ফেলার জন্য তৈরি থাকলেও, বাঁচানো যায়নি ছাত্রীকে৷

[সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হতে ট্রাম্পকে অনুরোধ মোদির]

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে৷ কোয়েম্বাটুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালের তরফে জানানো হয়, মাথায় ও ঘাড়ে একাধিক আঘাত ছিল তাঁর৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মারা যান তিনি৷ ভয় পাওয়া সত্ত্বেও প্রশিক্ষক কার্নিশ থেকে ধাক্কা দেওয়ায় এমন বিপত্তি বলে দাবি ছাত্রীর দাদার৷ তাঁর আরও দাবি, অসতর্কভাবে কলেজে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ চলছিল বলেই এমন বিপত্তি৷ কলেজ কর্তৃপক্ষেরও প্রশিক্ষণের সময় নজর দেওয়া দরকার ছিল৷

[স্কুলের সামনে ৫০,০০০ টাকা পেয়েও ফেরাল খুদে, পুরস্কার দিল পুলিশ]

এদিকে, দুর্ঘটনার দায় এড়াতে ব্যস্ত কলেজ কর্তৃপক্ষ৷ তাদের দাবি, এনডিআরএফের তত্ত্বাবধানেই কলেজে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ চলছিল৷ প্রশিক্ষকও বহিরাগত৷ তাঁর সঙ্গে কলেজের কোনও যোগাযোগ নেই৷ নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষ ও ওই প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রশিক্ষককেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ প্রশিক্ষকের সাফাই, বিবিএ-র দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর আগে আরও বেশ কয়েকজন প্রশিক্ষণ নেন৷ প্রত্যেকে ভয় পাওয়া সত্ত্বেও ধাক্কা দিয়েই কার্নিশ থেকে নামানো হয়৷ নিচে নেটের ব্যবস্থা রেখেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল৷ কিন্তু আচমকা যে এমন দুর্ঘটনা ঘটবে তা তিনি বুঝতে পারেননি৷

The post বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণের সময় বিপত্তি, কার্নিশ থেকে পড়ে মৃত্যু ছাত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement