shono
Advertisement

অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি! কলকাতায় বিশ্বরেকর্ড গড়লেন বিহারের তরুণ ক্রিকেটার

৫৬টি চার ও জোড়া ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর স্বপ্নের ইনিংস।
Posted: 07:05 PM Feb 18, 2022Updated: 07:05 PM Feb 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেকেই কেল্লাফতে! রাতারাতি ক্রিকেটের ২২ গজের নক্ষত্রে পরিণত হলেন অনামী ক্রিকেটার বিহারের শাকিবুল গনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি। রনজি ট্রফির ম্যাচে মিজোরামের বিরুদ্ধে ইতিহাস তৈরি হল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

Advertisement

শুক্রবার রনজির (Ranji Trophy) প্লেট গ্রুপের ম্যাচে বিহারের হয়ে মিজোরামের বিরুদ্ধে ব্যাট হাতে সকলকে চমকে দেন ২২ বছরের শাকিবুল। ৪০৫ বলে ৩৪১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। ৫৬টি চার এবং জোড়া ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর স্বপ্নের ইনিংস। স্ট্রাইক রেট ৮৪.২০। আর তাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় মাঠে রচিত হয় নয়া ইতিহাস। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি গড়ার একমাত্র মালিক হয়ে গেলেন শাকিবুল।

[আরও পড়ুন: কোহলিকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বাছতে পারে BCCI!]

এর আগে অভিষেক ম্যাচে ডবল সেঞ্চুরির নজির ছিল। মধ্যপ্রদেশের অজয় রোহেরা ২০১৮ সালে হায়দরাবাদের বিরুদ্ধে ২৬৭ রান করেছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনিই সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছিলেন। আর এদিন তো ক্রিকেটের সংজ্ঞাটাই যেন বদলে দিলেন শাকিবুল। অভিষেকে সর্বোচ্চ রানের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মুম্বইয়ের অধিনায়ক অমল মজুমদার। ১৯৯৩-৯৪ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকে ২৬০ রান করেছিলেন তিনি।

৭১ রানে ৩ উইকেট খুইয়ে তখন রীতিমতো টলমল অবস্থা বিহারের। সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলকে পাহাড় প্রমাণ ৫৩৮ রানে পৌঁছে দেন শাকিবুল। তাঁর যোগ্য সঙ্গী হয়ে ওঠেন বাবুল কুমার। ২২৯ রানে অপরাজিত থাকেন তিনি। পাঁচ উইকেটে ৬৮৬ রানে ডিক্লেয়ার করে বিহার। নিজের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি শাকিবুল। দলে ব্যক্তিগত সাফল্যের চেয়েও দলের জয় নিয়েই বেশি ভাবছেন তিনি।

[আরও পড়ুন: ১২.২৫ কোটিতে নাইটরা নিলেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ব্রাত্যই, শ্রেয়সের জন্য কী বার্তা রোহিতের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement