সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে হাঁটতে বেরিয়ে ফেরার পথে অনেকেই চেনা দোকান থেকে প্রাতরাশ সেরে নেন। সল্টলেকের সিএফ ব্লকের রেস্তরাঁয় সেরকমই গিয়েছিলেন কয়েকজন প্রাতঃভ্রমণকারী। কিন্তু তা যে এমন বিভীষিকায় পরিণত হবে কে জানত। খাবার নিয়ে বচসার জেরে সোজা ক্রেতার গায়ে গরম তেল ছুঁড়ে দিল রেস্তরাকর্মী। ঘটনায় গুরুতর জখম অন্তত ১২।
জানেন কি, এঁর হাতেই লেখা হয়েছিল ভারতীয় সংবিধান?
বৃহস্পতিবার সকালে সিএফ ব্লকের এর রেস্তরাঁয় খেতে যান কয়েকজন প্রাতঃভ্রমণকারী। এলাকায় বেশ পরিচিত ওই চা-জলখাবারের দোকানটি। কিছুক্ষণ পরই রেস্তরাঁয় তুমুল হই হট্টগোল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খাবার নিয়ে রেস্তরাঁ কর্মীদের সঙ্গে ওই প্রাতঃভ্রমণকারীদের বচসা বাধে। জানা যাচ্ছে, ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন এক দোসা বিক্রেতা। অনেক ক্রেতাই ওই বিক্রেতার থেকে দোসা-ইডলি কিনে খেতে থাকেন। তার ফলেই রেস্তরাঁর কর্মীরা রেগে যান। তাঁরা প্রথমে ওই দোসা বিক্রেতার সরঞ্জাম কেড়ে নিতে যান। তাতে বাধা দেন ওই প্রাতঃভ্রমণকারী। সেই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। তারপরই তা গড়ায় ভয়ঙ্কর দিকে। যখন এক রেস্তরাঁকর্মী ক্রেতাদের দিকে গরম তেল ছুড়ে দেয়। ঘটনায় মারাত্মক জখম হন বেশ কয়েকজন।তাদের মধ্যে তিনজনের জখম গুরুতর বলেই জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও নয়জন। এরপরই উত্তেজিত জনতা রেস্তরাঁয় ভাঙচুর চালায়। ঘটনার জেরে পাঁচ রেস্তরাঁকর্মীকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন?
The post বচসার জেরে ক্রেতার গায়ে গরম তেল ছুড়ল রেস্তরাঁ কর্মী appeared first on Sangbad Pratidin.