সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলাম মানেই চমক। শুক্রবার কোচিতে মিনি নিলামেও তার ব্যতিক্রম হল না। অতীতের সব রেকর্ড ভেঙে আইপিএলে নয়া ইতিহাস রচনা করলেন ইংলিশ তারকা স্যাম কুরান (Sam Curran)। বিরাট অঙ্কে ইংল্যান্ডের অলরাউন্ডারকে কিনে নিল পাঞ্জাব কিংস।
২০২০ ও ২০২১ আইপিএলে ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন কুরান। তার আগে ২০১৯ সালে ৭ কোটি ২ লক্ষ টাকায় খেলেছিলেন পাঞ্জাবের জার্সিতে। আইপিএলের তিন মরশুমে ৩২ ম্যাচ তাঁর ঝুলিতে ৩৩৭ রান। তুলে নিয়েছেন ৩২টি উইকেটও। সেই কুরানকেই সাড়ে ১৮ কোটি টাকা দিয়ে কিনল প্রীতি জিন্টার দল পাঞ্জাব। মেগা টুর্নামেন্টের (IPL Mini Auction 2022) ইতিহাসের নিলামে সর্বোচ্চ দাম পেলেন তিনিই।
জিম্বাবোয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কুরানের বাবা। করেছেন কোচিংও। স্যামের দাদা টম কুরান আবার আইপিএলে গায়ে চাপিয়েছিলেন কেকেআরের জার্সি। আরেক ভাই বেন কুরান খেলেন নর্থমাম্পশায়েরের হয়ে। বাবার মতোই প্রথমে জিম্বাবোয়ে দলে খেলতেন স্যাম কুরান। অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলেছেন। তাঁর বাবার প্রয়াণের পর কুরান পরিবারকে সারেতে নিয়ে আসেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্ট। সেখানেই ভাল পারফর্ম করে ইংল্যান্ড দলে জায়গা করেন নেন টম ও স্যাম। আর এবার তো আইপিএল নিলামে রীতিমতো সকলকে চমকে দিলেন স্যাম।
[আরও পড়ুন: ‘বাড়াবাড়ি’ করছে মার্টিনেজ, এবার আর্জেন্টাইন গোলকিপারের বিরুদ্ধে নালিশ জানাল ফ্রান্স]
স্যামের পাশাপাশি এদিনের নিলামে নজর ছিল অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের দিকে। প্রত্যাশা মতোই তাঁকে পাওয়ার জন্য চলল হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ চমক দিয়ে তাঁকে সাড়ে ১৭ কোটি দিয়ে দলে নিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। বাজিমাত করেন বেন স্টোকসও। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ঈর্ষণীয়। আইপিএল নিলামে ইংলিশ অলরাউন্ডারকে পাওয়া মানে কোনও দলের ব্যাট-বল উভয় বিভাগই শক্তিশালী হয়ে ওঠা। ১৬ কোটি ২৫ লক্ষর বিনিময়ে তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসে।
তবে খানিকটা অপ্রত্যাশিতভাবেই বিপুল দাম পেলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। কারণ আইপিএলের বিগত মরশুমে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। হায়দরাবাদের প্রাক্তন ক্রিকেটারকে পেতে ঝাঁপিয়েছিল গুজরাট ও দিল্লি। শেষমেশ দিল্লিকে হারিয়ে ১৬ কোটি টাকায় তাঁকে পায় গুজরাট।
এদিকে, হাতে মাত্র ৭.০৫ কোটি নিয়ে নিলামে হাজির হয় কেকেআর। তাই নামী-দামি তারকার দিকে নজর দেওয়াই সম্ভব হয়নি শাহরুখ খানের দলের। দুই দেশি ক্রিকেটার বৈভব আরোরা ও নারায়ণ জগদীশনকে কিনে নেয় নাইটরা। উইকেটরক্ষকের সমস্যা মেটাতে মরশুমে চেন্নাই সুপার কিংসে খেলা নারায়ণ জগদীশনকে সই করাল তারা। তবে নিলামে চমক দিলেন বাংলা দলের পেসার মুকেশ কুমার। মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে সাড়ে ৫ কোটি টাকা পেলেন তিনি। তাঁকে কিনে নেয় পন্থের দিল্লি ক্যাপিটালস।