shono
Advertisement

‘বাদশা’ ভ্যানিশ হতেই বিক্ষোভের বিস্ফোরণ! শাহজাহান ঘনিষ্ঠ নেতার ৩টি পোলট্রিতে আগুন

শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
Posted: 02:00 PM Feb 09, 2024Updated: 04:11 PM Feb 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেপ্তারের দাবিতে এখনও ফুঁসছে সন্দেশখালি। শুক্রবার সকালে জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম ও বসত বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। লাঠি হাতে রাস্তায় এলাকার মহিলারা। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে চাষের জমি ও খাল দখল করে একের পর এক ভেড়ি তৈরি করেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার। জমিতে চাষের পর গ্রামবাসীরা তাঁদের প্রাপ্য পাননি। এতদিন শেখ শাহজাহানের ভয়ে মুখ খুলতে পারেননি বলেও দাবি গ্রামবাসীদের। শেখ শাহজাহান বেপাত্তা হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বৃহস্পতিবার এলাকায় প্রতিবাদ মিছিলের পাশাপাশি শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ প্রবল ক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। ওই ঘটনায় রাতে গ্রেপ্তার করা হয় ৩ জনকে।

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

শুক্রবার দুপুরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এখনও কেন গ্রেপ্তার করা হল না শিবু হাজরাকে? এই প্রশ্ন তুলে এদিন জেলিয়াখালি এলাকায় শিবু হাজরার আরও তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার বসতবাড়িতেও। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রাস্তায় নেমে প্রতিবাদ করেন মহিলারাও। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শিবুদের। প্রসঙ্গত, গতকালই এই অসন্তোষের ঘটনার জন্য সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার-সহ ১১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবু হাজরা। অশান্তি নিয়ে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সিপিএম-বিজেপি পরিকল্পিতভাবে আদিবাসীদের উসকানি দিয়ে লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে চাইছে। উত্তম সর্দার যদি অপরাধী হয়, সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার