shono
Advertisement
R G Kar Case

'বিনীত গোয়েল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে', আদালত থেকে বেরিয়ে ফের বিস্ফোরক সঞ্জয় রায়

শিয়ালদহ আদালতে মামলার শুনানি শুরু। সেখান থেকে বেরনোর সময় প্রিজন ভ্যান থেকেই সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করল সঞ্জয়।  
Published By: Paramita PaulPosted: 06:11 PM Nov 11, 2024Updated: 08:41 PM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তার দাবি, পুলিশের বড়কর্তারা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন। সব সত্যি পুলিশ কর্তারা জানেন। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের মুখে ফের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ের কথায়, "বিনীত গোয়েল, ডিসি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, ওরা সব জানে।" তার এহেন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগে আদালতে দাঁড়িয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। বলেছিল, “আমি যখন বলেছি, আমার কথা শোনেনি। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু বার হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে সেখানেও যেতে দিল না। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ।” এদিন রীতিমতো তৎকালীন কলকাতার পুলিশ কমিশনারের দিকে ষড়যন্ত্রের আঙুল তুলল সে।

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, আর জি কর আন্দোলন চলাকালীন জুনিয়রদের দাবি মেনে বিনীত গোয়েলকে সিপির পদ থেকে সরিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদেরও অভিযোগ ছিল, পুলিশ কর্তা তদন্ত  প্রভাবিত করছেন। প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। এবার ধর্ষণ-খুন কাণ্ডে মূল অভিযুক্তর মুখেও একই ধরনের অভিযোগ শোনা গেল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  

গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘটে।  এই ঘটনায় অক্টোবরে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিট পেশ করে সিবিআই। আজ, সোমবার থেকে শিয়ালদহ আদালতে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। সেখান থেকে বেরনোর সময় প্রিজন ভ্যান থেকেই সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করল সঞ্জয়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিস্ফোরক আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়।
  • তার দাবি, পুলিশের বড়কর্তারা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন।
  • স্বাভাবিকভাবেই সঞ্জয়ের মুখে ফের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement