সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচার শুরু হয়ে গিয়েছে। তবে এবার বীরভূমের ছবিটা অন্যরকম। এবার নির্বাচনে এলাকায় নেই অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। প্রচারে বেরিয়ে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী বললেন, তিনি মিস করছেন অনুব্রত ওরফে কেষ্টকে। তবে এবারও জয়ের বিষয়ে নিশ্চিত তিনি।
লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। দেশের পাশাপাশি বাংলাতেও ভোট হবে ৭ দফায়। ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মী-প্রার্থীরা। একই ছবি বীরভূমেও। শনিবার সকালে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এবার জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূলের চারবারের সাংসদ। এদিন পুজো সেরে তিনি বলেন, “জয়ের বিষয়ে ২০০ শতাংশ আশাবাদী।”
[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]
তবে অন্যান্যবারের তুলনায় এবারের একটা পার্থক্য তো রয়েছেই। বীরভূমের নির্বাচনের গোটা দায়িত্বটাই এতদিন থাকত অনুব্রত মণ্ডলের কাঁধে। তবে এবারের ছবিটা আলাদা। গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি কেষ্ট। ফলে এবারের নির্বাচনের লড়াই কঠিন মনে হচ্ছে কি না প্রশ্ন করা হলে শতাব্দী জানান, তিনি অনুব্রতকে মিস করছেন। বিদায়ী সাংসদ শতাব্দীর কথায়, “অনুব্রত মণ্ডলের হাতে তৈরি সংগঠন আমার হয়ে কাজ করেছে। তাঁর অনুপস্থিতিতে এখনও তাঁর লোকেরা আমার পাশে আছেন। ওনাকে মিস করাতো খুবই স্বাভাবিক। কিন্তু তাঁর জন্য জয়ের ব্যবধানে পার্থক্য হবে না বলেই মনে হয়।”