shono
Advertisement

Breaking News

আমেরিকার চোখে ধুলো দিয়ে সামরিক শক্তিবৃদ্ধি চিনের, উপগ্রহ চিত্রে ফাঁস গোপন অস্ত্র

চিনের কার্যকলাপে চিন্তিত আমেরিকা৷
Posted: 09:12 PM May 07, 2019Updated: 09:12 PM May 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের নজর এড়িয়ে চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চিন৷ আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ভারতের অগোচরেই দেশের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে শি জিনপিং প্রশাসন৷ সম্প্রতি প্রকাশিত একটি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে চিনের সেই রণতরীটি৷ যা সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের৷

Advertisement

[ আরও পড়ুন: পাকিস্তানে থেকেই লোকসভা নির্বাচনে ভোট দিলেন শতাধিক ভারতীয়]

গত এপ্রিল মাসে উপগ্রহ চিত্রটি প্রকাশ করেছে ওয়াশিংটনের ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’৷ যেখানে দেখা গিয়েছে চিনের জিয়াংনান শিপইয়ার্ডে তৈরি হচ্ছে বৃহদাকৃত্তির ওই রণতরীটি৷ স্বাভাবিক ভাবেই বেজিং এই এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণের বিষয়টি স্বীকার করেনি৷ সূত্রের খবর, গোপনে এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে নাছোড় আমেরিকা৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি কেবল চিনের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারই নয়, সবচেয়ে অত্যাধুনিকও বটে৷ সর্বাধুনিক সামরিক সরঞ্জমে সজ্জিত হচ্ছে এই রণতরী৷ এর ওজন মার্কিন সেনার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের চেয়ে কম হলেও, ফ্রান্সের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের ওজনের চেয়ে বেশি৷

[ আরও পড়ুন: রোহিঙ্গা নিধন নিয়ে অন্তর্তদন্ত, ৫০০দিন পর কারামুক্ত ২ সাংবাদিক ]

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ ম্যাথু ফুনওয়েল জানান, এক বছর আগেও এমন একটা ছবি প্রকাশ্যে এসেছিল৷ তবে তার চেয়ে, এবারের চিত্র আরও বেশি স্পষ্ট৷ এখন আর তর্কের কোনও অবকাশ নেই যে, ওখানে কোনও কাজ চলছে৷ এবং গত ছ’মাসে যার গতিবেগ বেড়েছে৷ যদি আশঙ্কা সত্যি হয়, তবে এটাই হবে চিনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার হবে৷ এবং সবচেয়ে বড়৷ গত শুক্রবারই চিনের সামরিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেছে পেন্টাগন৷ সূত্রের খবর, সেই রিপোর্টেও এই রণতরীর কথা উল্লেখ করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement