shono
Advertisement

পাকিস্তানকে ধাক্কা দিয়ে ভারতে বিপুল লগ্নির ভাবনা সৌদির

রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহী সৌদি আরবের অ্যারামকো। The post পাকিস্তানকে ধাক্কা দিয়ে ভারতে বিপুল লগ্নির ভাবনা সৌদির appeared first on Sangbad Pratidin.
Posted: 09:49 AM Sep 30, 2019Updated: 09:49 AM Sep 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মুসলিম ভাবাবেগে’র কথা তুলে ভারতের বিরুদ্ধে যাঁকে সব থেকে বেশি উসকেছিলেন সেই সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনই উলটে এবার বুড়ো আঙুল দেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। ভারতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি করার চিন্তাভাবনা করছে সৌদি আরব। রবিবার নিজের মুখেই একথা ঘোষণা করেছেন ভারতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সউদ বিন মহম্মদ আল সাতি।

Advertisement

[আরও পড়ুন: আরবিআইয়ের লভ্যাংশ থেকে আরও ৩০ হাজার কোটি টাকা চাইতে পারে কেন্দ্র!]

সাতি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সবিস্তার জানিয়েছেন, একটু মন্দার মধ্য দিয়ে যাওয়া ভারতীয় অর্থনীতির জন্য সুখবর। ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার চিন্তাভাবনা করছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ কোটি। ভারতের পেট্রোকেম, তেল শোধন পরিকাঠামো, কৃষি এবং খনন শিল্প-সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে লগ্নির পরিকল্পনা আছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের। সৌদি রাষ্ট্রদূত সউদ বিন মহম্মদ আল সাতি রবিবার দিল্লিতে বলেছেন, লগ্নির ক্ষেত্রে সৌদির পছন্দের তালিকায় সবার উপরে ভারত। তেল, গ্যাস, খনির মতো ক্ষেত্রগুলিতে দিল্লির সঙ্গে রিয়াধ দীর্ঘ মেয়াদী ভিত্তিতে অংশীদারি ও সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী বলে জানান তিনি।

দুই দেশের মধ্যে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় মুকেশ আম্বানির রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহী বিশ্বের বৃহত্তম তেল রপ্তানি সংস্থা সৌদি আরবের অ্যারামকো। এক্ষেত্রে মহারাষ্ট্রে পেট্রোকেম প্রকল্পে ৪৪০০ কোটি মার্কিন ডলার লগ্নির ভাবনা আছে অ্যারামকোর। ২০৩০ সালের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সুদূরপ্রসারী করার লক্ষ্য নিয়েছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। যার অঙ্গ হিসেবে ভারতে এই লগ্নির ভাবনা। ভারতে জ্বালানির জোগান অব্যাহত রাখবে সৌদি। দেশের অপরিশোধিত তেলের মোট চাহিদার ১৭ শতাংশ এবং রান্নার গ্যাসের ৩২ শতাংশ সৌদি আরব থেকে আমদানি করতে হয়।

এ ঘটনা পাকিস্তানের কাছে বড় আঘাত। কারণ দেনার দায়ে ডুবে থাকা পাকিস্তান সরকারের খরচ বাঁচাতে ইমরান নিজের বিমানে না চেপে সৌদি যুবরাজের বিলাসবহুল বিমানে চেপে নিউ ইয়র্কে যান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে। সূত্রের খবর, সৌদি যুবরাজকে দিয়ে ট্রাম্পের কাছে লবি করেছিলেন যাতে ট্রাম্প কাশ্মীরে তৃতীয় পক্ষ হিসাবে হস্তক্ষেপ করে বিবৃতি দেন। কিন্তু সলমন বা ট্রাম্প কেউই ইমরানের সুরে কথা বলেননি। উল্টে মোদির প্রশংসা করেছেন দু’জনে। সৌদিও জানিয়েছে, ৩৭০ ধারা বাতিল ভারতের অভ্যন্তরীণ বিষয়।

[আরও পড়ুন: বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুলেও একগুচ্ছ নিয়ম জারি সৌদি প্রশাসনের]

The post পাকিস্তানকে ধাক্কা দিয়ে ভারতে বিপুল লগ্নির ভাবনা সৌদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার