shono
Advertisement
Saumitra Khan

সৌমিত্রর হুঙ্কার 'পিঠের চামড়া তুলে নেব', পালটা সুজাতার 'পিঠ খোলা আছে'

প্রাক্তন স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধে কথার লড়াইয়ের সাক্ষী থাকছে লালমাটির জেলা।
Published By: Paramita PaulPosted: 01:54 PM May 11, 2024Updated: 01:54 PM May 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌমিত্র-সুজাতার বাগযুদ্ধে সরগরম বিষ্ণুপুর। পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পালটা সুজাতার খোঁচা, তৃণমূল নেতাদের পিঠ খোলাই আছে। সবমিলিয়ে প্রাক্তন স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধে কথার লড়াইয়ের সাক্ষী থাকছে লালমাটির জেলা।

Advertisement

শুক্রবার প্রচারে বেরিয়ে ছিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র। সেখান থেকে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী সুজাতার 'গোলমাল' নিয়ে তোপ দাগেন তিনি। সৌমিত্রর খোঁচা, "এখানে যিনি প্রার্থী হয়েছেন, দেখা যাবে কয়েকদিন পরে তিনি অলোকবাবুর মুখে পা রেখে নৃত্য করবেন।" এখানেও থামেননি তিনি। বিজেপি প্রার্থীর দাবি, "৪ তারিখের পর দেখা যাবে, কে কোথায় থাকবে, না থাকবে! তবে বিষ্ণুপুর লোকসভায় দাদাগিরি চলবে না।" এর পরই তাঁর হুঁশিয়ারি, "বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল যদি দাদাগিরি করতে যায়, তার পিঠের চামড়া তুলে নেব, সেই ক্ষমতা রাখি।"

[আরও পড়ুন: নেপথ্যে শাহজাহান অনুগামীরা? সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য]

পালটা দিয়েছেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলও। তাঁর অভিযোগ, "লোকসভার প্রার্থী হওয়ার পর থেকেই সৌমিত্র ধমকি-হুমকি দিয়ে যাচ্ছে। লোকসভার ফলাফল বেরনোর অপেক্ষায় আছি। তবে এধরনের ধমকি-হুমকি বিজেপির মুখেই মানায়।" এর পরই তাঁর খোঁচা, "আসুন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে।"

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী ছিলেন সৌমিত্র। সেইসময় আদালতের নির্দেশে লোকসভার একাধিক বিধানসভায় তাঁর প্রবেশ নিষিদ্ধ ছিল। তাঁর 'এজেন্ট' হয়ে প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা। জিতে সাংসদ হন সৌমিত্র। তার পর অনেক জল বয়ে গিয়েছেন। দুজনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবার লোকসভায় তাঁরা প্রতিদ্বন্দ্বী।

[আরও পড়ুন: মন্দিরে মাথায় হাত দিলীপের! শেষবেলার প্রচারে কীর্তি আজাদকে ব্যঙ্গ বিজেপি প্রার্থীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌমিত্র-সুজাতার বাগযুদ্ধে সরগরম বিষ্ণুপুর।
  • পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
  • পালটা সুজাতার খোঁচা, তৃণমূল নেতাদের পিঠ খোলাই আছে।
Advertisement