shono
Advertisement

বিষ্ণু অবতারে ধোনির ছবি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

অভিযোগ উঠেছিল, ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। The post বিষ্ণু অবতারে ধোনির ছবি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:49 PM Apr 20, 2017Updated: 01:37 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ থেকে ধোনিকে নিস্কৃতি দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ধোনির বিরুদ্ধে করা মামলাটি সরাসরি  খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। শুধু মাহি নন, যে ম্যাগাজিনে ধোনির বিষ্ণুরূপী ছবি প্রকাশ পেয়েছিল, সেই পত্রিকার সম্পাদককেও এই মামলা থেকে রেহাই দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

[গাড়ির জন্য ছেড়ে গিয়েছিল প্রেমিকা, ৬৫-তেও গাড়ি চুরি করে চলেছে ‘আশিক’]

বিখ্যাত একটি ম্যাগাজিনের প্রচ্ছদে বিষ্ণুবেশে দেখা গিয়েছিল ধোনিকে৷ ছবিতে তাঁর বিভিন্ন হাতে ছিল নানা সামগ্রী, এমনকী জুতোও৷ একারণেই অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন শ্যাম সুন্দর নামে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা। এরপরেই ওই আদালত ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারপরেই এই মামলা থেকে নিষ্কৃতি পেতে শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। আর এদিন ধোনির বিরুদ্ধে মামলাটি খারিজ করে বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ জানায়, ‘ধোনির ওই ছবিটির ক্ষেত্রে কোনওভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়নি।’

[আজান বিতর্কে সোনুকে সমর্থন, প্রকাশ্যে কোপানো হল দুই ব্যক্তিকে]

অন্ধ্রপ্রদেশের আগে কর্নাটকেও ধোনির বিরুদ্ধে একই অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার জন্য ভারত অধিনায়কের বিরুদ্ধে কর্নাটকের আদালতে মামলা রুজু করা হয়েছিল৷ অভিযোগ এনেছিলেন এক সমাজকর্মী৷ কিন্তু গতবছর ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দেয়৷ ধোনির বিরুদ্ধে কর্নাটক হাই কোর্টের বিচারপ্র্ক্রিয়ার উপরও সমাপ্তি টেনে দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন এক বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানিয়েছিল, ‘নিম্ন আদালতের কাজে আমরা হস্তক্ষেপ করছি৷ অভিযুক্তর বিরুদ্ধে সমন জারি-সহ সমস্ত প্রক্রিয়া খারিজ করে দেওয়া হচ্ছে৷ অভিযোগ খতিয়ে দেখেই এই নির্দেশ দেওয়া হচ্ছে৷ ‘

[ভেসে এল সঙ্গমের জোর আওয়াজ, ভেস্তেই গেল টেনিস ম্যাচ]

The post বিষ্ণু অবতারে ধোনির ছবি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement