সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে ব্যাট থাকলে তিনি কাউকে রেয়াত করেন না। আহমেদাবাদে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তা ভালোমতোই টের পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। হার্দিক পাণ্ডিয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড প্রোটিয়া বোলিং। এমনকী হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ে আহত হন এক ক্যামেরাম্যানও। পরে অবশ্য মানবিক ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিক সেই ক্যামেরাম্যানের হাতে আইস প্যাকও ডলে দেন।
পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের জয়ে সঞ্জু স্যামসন, তিলক বর্মারাও রান পেয়েছেন। তবে হার্দিক পাণ্ডিয়া মেজাজে থাকলে আর কারও উপর কি আলো পড়ে? শুরুটা করলেন ছয় দিয়ে। প্রথম সাত বলে রান ৩১। লিন্ডের এক ওভারে নিলেন ২৭ রান। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি এল ১৬ বলে। ২৫ বলে ৬৩ রান করে শেষ ওভারে আউট হন। পাঁচটি বিরাট ছক্কার মধ্যে একটি সোজা গিয়ে লাগে ক্যামেরাম্যানের হাতে।
ভারতের ব্যাটিংয়ের তখন ১৩তম ওভার। করবিন বশের লেংথ বল লং অফের দিকে হাঁকালেন হার্দিক। যা সোজা ক্যামেরাম্যানের হাতে লাগে। পাশেই ছিল ভারতের ডাগআউট। কোচ গৌতম গম্ভীরও চমকে ওঠেন। তারপরও কর্তব্যে অবিচল ছিলেন ওই ক্যামেরাম্যান। তবে ভারতের ফিজিও দ্রুত গিয়ে তাঁর শুশ্রূষা শুরু করেন। কয়েক মিনিট ম্যাচ বন্ধ থাকে।
পরে দেখা যায় হার্দিক ওই ক্যামেরাম্যানের দিকে এগিয়ে আসছেন। যেভাবে মাথা নাড়াচ্ছিলেন, তাতে বোঝাই যাচ্ছিল অনিচ্ছাকৃত আহত করার জন্য তিনিও লজ্জিত। ক্যামেরাম্যান তখন হাতে আইসপ্যাক দিচ্ছিলেন। হার্দিকও তাঁর হাতে আইসপ্যাক ডলে দেন। ভারতীয় অলরাউন্ডারের মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।
